BY: Aajtak Bangla
'দাদাগিরি'-র মঞ্চে 'কাঁচা বাদাম' খ্যাত ভুবন বাদ্যকার
11 FEBRUARY 2022
'দাদাগিরি আনলিমিটেড' সিজন ৯ শুরুর পর থেকে প্রায় প্রতি পর্বেই থাকছে নানা চমক।
এবার 'দাদাগিরি'-র মঞ্চে হাজির থাকবেন পৃথিবীখ্যাত ভুবন বাদ্যকার, সকলের প্রিয় 'বাদাম কাকু'।
বর্তমানে 'কাঁচা বাদাম' জ্বরে কাবু নেটপাড়া। বীরভূমের 'বাদামকাকু'-র গানে বুঁদ টলি থেকে টেলিপাড়াও।
Video Courtesy-Instagram
এমনকী এই গান ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। নয়া ট্রেন্ড থেকে বাদ যাচ্ছেন না প্রায় কেউই।
Video Courtesy-Instagram
'দাদাগিরি'-তে এসে দর্শকদের জন্যও সেই গান শোনাবেন ভুবন। উপভোগ করবেন খোদ মহারাজও।
ভুবনের থেকে কাঁচা বাদামও খাবেন সৌরভ। সেই সঙ্গে শুনবেন, তাঁর জীবনের খুঁটিনাটি।
দাদার হাত থেকে 'বাদাম কাকু' পেয়েছেন 'দাদাগিরি'-র ট্রফি।
তাঁর চেনা পরিসর, যেমন বাদাম, গান ইত্যাদি নিয়েই বেশি প্রশ্ন করা হয়েছে। যার জবাবও তিনি দিব্যি দিয়েছেন একটুও না ঘাবড়ে।
সুপার ভাইরাল গান 'কাঁচা বাদাম'-র ইন্সটা রিলস তৈরি হচ্ছে গোটা বিশ্বে। যা, ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে নেট দুনিয়ায়।
Video Courtesy-Instagram
কিছুদিন আগে র্যাপার অমিতের সঙ্গে 'কাঁচা বাদাম'-র হরিয়াণি রিমেকে সকলকে চমকে দিয়েছেন ভুবন।
এরকম আরও
স্টোরি চাই?
Read More
বর্তমানে 'কাঁচা বাদাম' জ্বরে কাবু নেটপাড়া। বীরভূমের 'বাদামকাকু'-র গানে বুঁদ টলি থেকে টেলিপাড়াও। এবার 'দাদাগিরি'-র মঞ্চে হাজির থাকবেন পৃথিবীখ্যাত ভুবন বাদ্যকার, সকলের প্রিয় 'বাদাম কাকু'।
Related Stories
'বাড়ি-গাড়ি চাই,' রাজনীতিতে এসে কপাল চাপড়াচ্ছেন কঙ্গনা
উঁকি মারছে খুদে দুই পা, ছেলের জন্মের পর কী পোস্ট করলেন পরমব্রত?
কঠোর ডায়েট নয়, এই নিয়ম মানলে আপনিও ভূমির মতো ৩৫ কিলো ওজন কমাতে পারেন
গুরুতর অসুস্থ অভিনেত্রী দীপিকা, সন্তান সামলাচ্ছেন কে?