ড্রেস হোক কিংবা শাড়ি, এমনকী ব্লাইজ। চকচকে এই ধরনের পোশাক পরলেই আপনি একেবারে ট্রেন্ডি।
মিমি ছাড়াও টলিপাড়ার অন্যান্য অভিনেত্রীদেরও দেখা গেছে সিক্যুইন ড্রেসে।
তবে তাঁদের মধ্যে মিমির ওয়ারড্রবে বোধ হয় সিক্যুইন ড্রেসের সংখ্যা সবচেয়ে বেশি।
সেই প্রমাণ মেলে তাঁর সোশ্যাল পেজে চোখ রাখলেই।
আপনিও সাজতে চান এভাবে? অনলাইন কিংবা শপিং মলে সহজেই পাওয়া যাবে এই ধরণের পোশাক।
তাহলে আর দেরি কেন, পরবর্তী পার্টিতে নিজেকে লেটেস্ট ফ্যাশন ট্রেন্ডে সাজাতে, কিনে ফেলুন সিক্যুইন পোশাক।
এরকম আরও স্টোরি চাই?
Read More
তারকারা যা পরেন, সেটাই কিছুদিন পরে ট্রেন্ড হওয়ার প্রবণতা থাকে। বর্তমানে ফ্যাশন ট্রেন্ড 'সিক্যুইন।নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য বরাবর শিরোনামে থাকেন অভিনেত্রী- সাংসদ মিমি চক্রবর্তী। এই ধরণের পোশাকে দারুণ ফ্যাশন গোলস সেট করছেন মিমি।