হার্ডি সান্ধুর সঙ্গে জুটি বেঁধে 'বিজলি বিজলি' গানের পরই জনপ্রিয় হয়েছেন শ্বেতা তিওয়ারি কন্যা পলক তিওয়ারি।
তাঁর ডেবিউ গান জনপ্রিয় হওয়ার পর চর্চায় ছিলেন মাস কয়েক ধরেই।
এখন তিনি আর মা শ্বেতা তিওয়ারির মেয়ে নয়, পলক নিজের পরিচয়ও পেয়েছেন।
নেটদুনিয়ায় তাঁর ছবি, ভিডিও নিয়ে চর্চা তো হয়।
তাঁর মোহময়ী সৌন্দর্য্য রাতের ঘুম কাড়ে অনেক অনুরাগীরই।
সম্প্রতি, তিনি আবার উঠে এলেন চর্চার কেন্দ্রে।
সইফ আলি খান পুত্র ইব্রাহিম খান ও পলককে একত্রে দেখা গেল একই গাড়িতে।
পাপারাৎজিদের দেখে মুখ লুকোলেন পলক। মিটিমিটি হাসি ইব্রাহিমেরও।
তবে 'ডাল মে কুচ' কালা দেখছেন নেটিজেনরা। তবে ইব্রাহিম ও পলক তাদের সম্পর্ক নিয়ে কিছু না বললে তাদের প্রেমের সম্পর্কে কথা বলা ঠিক হবে না।
এরকম আরও স্টোরি চাই?
Read More
হার্ডি সান্ধুর সঙ্গে জুটি বেঁধে 'বিজলি বিজলি' গানের পরই জনপ্রিয় হয়েছেন শ্বেতা তিওয়ারি কন্যা পলক তিওয়ারি। তাঁর ডেবিউ গান জনপ্রিয় হওয়ার পর চর্চায় ছিলেন মাস কয়েক ধরেই। এখন তিনি আর মা শ্বেতা তিওয়ারির মেয়ে নয়, পলক নিজের পরিচয়ও পেয়েছেন। নেটদুনিয়ায় তাঁর ছবি, ভিডিও নিয়ে চর্চা তো হয়।