ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রেড হট রাধিকা

BY: Aajtak Bangla 

2 September 2021

অভিনয়ের সুবাদে বিশ্বজোড়া খ্যাতি অভিনেত্রী রাধিকা আপ্টের।

গ্ল্যামারাস চরিত্র হোক, বা নন মেক-আপ লুক, সাধারণ গৃহ বধু হোক বা পুলিশ অফিসার।

সমস্ত চরিত্র নিজের রঙে রাঙিয়ে নেন রাধিকা।

সোশাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় তিনি। মাঝে মধ্যেই পোস্ট করেন।

তবে সবচেয়ে বেশি পোস্ট করেন তাঁর সাদা-কালো ছবি।

পোশাকেও বেশিরভাগ সময় বেছে নেন এই দুই রঙ।

কিন্তু তাতে তাঁর আবেদনে ঘাটতি হয় না একটুও। 

রেড হট রাধিকার এই অবতারে মুগ্ধ সেলেব থেকে তাঁর ফ্যানরা।