17 Nov 2021
১১ বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন রাজকুমার রাও এবং পত্রলেখা।
১৫ নভেম্বর চণ্ডীগড়ে জাঁকজমক করে সাত পাকে বাধা পড়লেন অভিনেতা-অভিনেত্রী।
পত্রলেখা ও রাজকুমারের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।
মূলতঃ, পত্রলেখার ওড়নায় রাজকুমারের জন্য বাংলায় লেখা নকশা মন ছুঁয়ে যায় অনুরাগীদের।
পত্রলেখার মাথার ওড়নায় লেখা ছিল, "আমার পরান ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পন করিলাম"।
পত্রলেখা বলিউডে একজন সুপরিচিত বলিউড অভিনেত্রী। 'সিটি লাইটস' ছবির মাধ্যমে পত্রলেখার বলিউডে অভিষেক হয়।
ছবিতে তাঁর সঙ্গে ছিলেন রাজকুমার রাও। যে ছবির পরিচালনা করেছেন হন্সল মেহতা।
তাঁর বাবা একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তাঁর মা একজন গৃহবধূ।
পত্রলেখার দুই বোন ও এক ভাইও আছে। বোনের নাম পর্ণলেখা ও ভাই অগ্নিশ পল।
সিটি লাইটস ছাড়াও পত্রলেখা 'লাভ গেমস', 'নানু কি জানু'র মতো ছবিতে অভিনয় করেছেন।
এছাড়াও তিনি 'বোস: ডেড/অ্যালাইভ', 'চিয়ার্স', 'বদনাম গলি', 'ম্যায় হিরো বোল রাহা হুঁ' ওয়েব সিরিজেও কাজ করেছেন।