২২ মে, ২২ বছর বয়সে পা দিলেন শাহরুখ খান এবং গৌরী খানের কন্য়া সুহানা খান।
পরিবারের সকল সদস্যদের জন্য এই বছরটা খুবই বিশেষ।
কারণ, সুহানা জোয়া আখতারের 'দ্য আর্চিস'-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করবেন।
সুহানার জন্মদিন উপলক্ষে, মা গৌরি 'বার্থডে গার্ল'-এর এই সুন্দর ছবিটি শেয়ার করেন।
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে 'দ্য আর্চিস'-এর একটি প্রোমোও শেয়ার করেন সুহানা।
এরকম আরও স্টোরি চাই?
Read More
Suhana Khan Age: শুরু হয়েছে শাহরুখ খানের কন্যা সুহানা খানের কর্মজীবন। বাবার মতোই অভিনয়ের দুনিয়াকেই বেছে নেন মেয়ে সুহানা। এই সুখবরের সঙ্গে নিজের জন্মদিন পালন করলেন সুহানা। ২২ বছর বয়সে পা দিলেন শাহরুখ খান এবং গৌরী খানের মেয়ে সুহানা খান।