বাংলাদেশের জাতিয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি করা হয়েছে এই সিনেমা।
ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কের আঁচে লেগেছে।
এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ।
মডেলিং দিয়ে বিনোদন জগতে পা রাখেন আরিফিন শুভ। ২০১০ সালে প্রথমবার সিনেমায় অভিনয়।
তবে মুজিব সিনেমায় তাঁর লুকস ও ভয়েস নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া।
নুসরত, হাসিনার ছোটবেলার চরিত্রে অভিনয় করছেন। বড়বেলার হাসিনার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়াকে।
এই সিনেমা দিয়েই দীর্ঘ ১১ বছর পর পরিচালনায় ফিরছেন শ্যাম বেনেগাল।
এই ছবিতে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের উপরেই ফোকাস রেখেছেন কিংবদন্তী পরিচালক। আগামী সেপ্টেম্বর মাসে মুজিব সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এরকম আরও স্টোরি চাই?
Read Moreবাংলাদেশের জাতিয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সিনেমার ট্রেলার ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে সম্প্রতি প্রকাশিত হয়েছে। গত বৃহস্পতিবার অর্থাৎ ১৯ মে কান চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিন ছবিটির ট্রেলার প্রকাশ পায়। ১ মিনিট ৩০ সেকেন্ডের ট্রেলারে উঠে এসেছে বঙ্গবন্ধুর জীবনের এক ঝলক। কিন্তু ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কের আঁচে লেগেছে ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সিনেমাটিকে নিয়ে।