BY: Aajtak Bangla
মালদ্বীপে মনোকিনিতে উষ্ণ ছবি শেয়ার শ্রাবন্তীর! সঙ্গী কে?
20 JULY 2022
আলোচনায় থাকেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কখনও ব্যক্তিগত তো, কখনও কর্মজীবন, বারবার সংবাদের শিরোনামে আসেন অভিনেত্রী।
শ্রাবন্তীর পায়ের তলায় সর্ষে। একথা বোধ হয় সকলের জানা। কাজের ফাঁকে অবসর পেলেই বেরিয়ে পড়েন তিনি।
সম্প্রতি নায়িকার সোশ্যাল পেজ ভরেছে মালদ্বীপের ছবিতে।
তাহলে কি মালদ্বীপে গিয়েছেন তিনি? নাকি আগের ভ্যাকেশনের ছবিই শেয়ার করছেন?
এই প্রশ্নের উত্তর যেমন মেলেনি, সেরকম আরও একটি প্রশ্ন জেগেছে অনেকের মনেই।
এই ভ্যাকেশনে শ্রাবন্তীর সঙ্গী কে? সেই ইঙ্গিত দেননি শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
তবে নায়িকার সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে বেশ কিছু রোম্যান্টিক মুহূর্ত। মালদ্বীপের বিলাসবহুল রিসর্টে রয়েছেন তিনি।
তাহলে কি প্রেমিক- ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেই বিশেষ মুহূর্ত কাটাচ্ছেন নায়িকা?
কখনও কালো মনোকিনি তো কখনও হলুদ রঙা বীচওয়্যারে নেটপাড়ার উষ্ণতা বাড়িয়েছেন শ্রাবন্তী।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি 'ভয় পেও না'।
সামনেই মুক্তি পাবে 'অচেনা উত্তম' এবং 'কাবেরী অন্তর্ধান'।
এরকম আরও
স্টোরি চাই?
Read More
আলোচনায় থাকেন টলিউড অভিনেতা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কখনও ব্যক্তিগত তো, কখনও কর্মজীবন, বারবার সংবাদের শিরোনামে আসেন তিনি। তবুও বরাবর 'কেয়ার নট অ্যাটিটিউডই' রাখতে পছন্দ করেন তিনি। সম্প্রতি নায়িকার সোশ্যাল পেজ ভরেছে মালদ্বীপের ছবিতে।
Related Stories
বাজারে টাটকা-কচি গাজর, সুস্বাদু হালুয়া বানিয়ে নিন, রইল সেরা রেসিপি
দেব থেকে প্রসেনজিৎ! কোন টলি নায়কের বিদ্যা কতদূর, জানেন?
দ্বিতীয় বিয়ে করলেন সানি, পাত্র কে?
মিঠুন নন, আসল ফাটাকেষ্ট কে ছিলেন? চিনে নিন