একথা শুনে লজ্জা পেয়ে নায়িকার উত্তর, তিনি যদি জানতেন, ওটা মহারাজ, তাহলে কখনওই এমন করতেন না।
পরে সৌরভ তাঁকে জানান, এটা তাঁর মজা ছিল। 'দাদাগিরি'-র টিমের তরফে এই তথ্য পেয়েছেন তিনি।
শ্রাবন্তীর স্বীকারোক্তি, "ব্যস সবাই জেনে গেল। এবার আমার এই ট্রিক মনে হয় আর কাজে আসবে না।"
অচেনা নম্বর থেকে ফোন আসলে, পুরুষ কণ্ঠে তিনি বলে দেন 'ম্যাডাম একটু শ্যুটিংয়ে ব্যস্ত আছেন'।
সামনে এল নায়িকার দারুণ সময় জ্ঞানের কথা। যার জেরে বহুবার ফ্লাইট মিস করেছেন তিনি।
এমনকী সম্প্রতি মালদ্বীপ যাওয়ার সময়ও যেদিনের টিকিট কাটা, ঠিক তাঁর পরের দিন বিমানবন্দরে হাজির হয়েছিলেন শ্রাবন্তী।
এরপর নিরাপত্তা কর্মী ভুল ধরিয়ে দেওয়ায়, বিমানবন্দর থেকে ফের টিকিট কেটে ভ্যাকেশনে যেতে হয় তাঁদের।
মজা করে সৌরভ তাঁকে বললেন, "তোমায় বাইরে থেকে দেখে লাজুক মনে হয়, তুমি তো একেবারেই নও...।"
শ্রাবন্তীর উত্তর, "একদমই নয়, দুষ্টু বলতে পারো...।"
এরকম আরও স্টোরি চাই?
Read Moreযে কোনও উৎসব মানেই ফিকশন থেকে নন-ফিকশন শো, সবেতেই দেখানো হয় সেই বিশেষ পর্ব। আর দোলযাত্রা উপলক্ষে, সম্প্রতি রঙের উৎসব উদযাপন হয়েছে 'দাদাগিরি'-র মঞ্চেও। এদিনের বিশেষ পর্বে প্রতিযোগী হয়ে এসেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই বিশেষ পর্বেই জানা গেল শ্রাবন্তীর অজানা কিছু গুণের কথা।