'শ্রীময়ী' VS 'অনুপমা'! ইন্দ্রাণী না রূপালী, কে বেশি হিট? 

BY: Aajtak Bangla 

13 October 2021

বাংলা থেকে হিন্দিতে ধারাবাহিক তৈরি এখন নয়া ট্রেন্ড। গত বছরই শুরু হয়েছে জনপ্রিয় বাংলা সিরিয়াল 'শ্রীময়ী' -র হিন্দি ভার্সন 'অনুপমা'।

বাংলার জুন আন্টি, রোহিত আঙ্কেল, শ্রীময়ীরা হিন্দিভাষি দর্শকদেরও ড্রয়িং রুমে। 

এই ধারাবাহিকে মুখ্য চরিত্র শ্রীময়ী সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করে ইন্দ্রাণী হালদার।

‘অনুপমা’-র চরিত্রে অভিনয় করছেন রুপালি গঙ্গোপাধ্যায়

শৈবাল বন্দ্যোপাধ্যায় ও স্নেহাশিস বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় 'শ্রীময়ী' দর্শকদের একেবারে মনের  কাছের একটি ধারাবাহিক হয়ে উঠেছে। চিত্রনাট্য লিখেছেন লিনা গঙ্গোপাধ্যায়।

শ্রীময়ী তে রয়েছেন অনিন্দ সেনগুপ্ত, উষশী চক্রবর্তী, টোটা রায় চৌধুরী, সপ্তর্ষি মৌলিক ও অন্যান্যরা।

অনুপমা তে রয়েছেন সুধাংশু পান্ডে এবং মাদালসা শর্মা।

মাদালসা শর্মা মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় মাদালসা শর্মা।

দুই সিরিয়ালের গল্পের প্লট প্রায় এক ৷  শ্রীময়ী ছাপোষা বাঙালি, আর অন্যদিকে অনুপমা গুজরাটি পরিবারের বউ। 

রমেশ কালরা পরিচালিত ‘অনুপমা’-র চরিত্রে অভিনয় করছেন রূপালি গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)৷ এছাড়াও রয়েছেন সুধাংশু পান্ডে এবং মাদালসা শর্মা। হিন্দি তে জুন আন্টির জায়গায় রয়েছেন কাব্য গাঁধি চরিত্রটি। এই চরিত্রে মাদালসাও যথেষ্ট জনপ্রিয়। শ্রীময়ী ছাপোষা বাঙালি, আর অন্যদিকে অনুপমা গুজরাটি পরিবারের বউ।