পুজোর ছবি শেয়ার করে কেন ট্রোলড স্বরা?

28 August 2021

BY- Aajtak Bangla

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকেন। ব্যক্তিগত ছাড়াও বিভিন্ন সময় রাজনৈতিক ও সামাজিক বিষয়ে সরব হন তিনি।

প্রায় আড়াই বছর পর নিজের পুরনো বাড়িতে ফিরেছেন অভিনেত্রী। আর এই উপলক্ষে স্বরার বাড়িতে আয়োজন করা হয়েছিল গৃহপ্রবেশের পুজোর।

সমস্ত নিয়মকানুন মেনে বাড়ির পুজোয় সামিল হয়েছেন স্বরা। তাঁর পরনে রয়েছে হালকা তুঁতে রঙা একটি প্রিন্টেট শাড়ি। সেই ছবি তিনি শেয়ার করেছেন নেটমাধ্যমে।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, "আমার হিন্দু দেবতাদের কাছে প্রার্থনা করছি, তবুও দলিত বা মুসলমানদের হত্যার বিরুদ্ধে আমি। এখনও বর্ণ বৈষম্যে বিশ্বাস করি না।"

লেখেন, "এখনও সামাজিক ন্যায়বিচার, স্বাধীনতা এবং সমতায় বিশ্বাস করি। তবুও অন্যায়, ঘৃণা ও গোঁড়ামির বিরুদ্ধে সরব হতে পারি। আশ্চর্যজনকভাবে এটা সম্ভব!"

এই ক্যাপশন সহ ছবিগুলি পোস্ট করার পর মুহূর্তেই স্বরা ভাস্করের কমেন্ট বক্স ভরেছে নেটিজেনদের বিভিন্ন মন্তব্যে। ফের ট্রোলিংয়ের  শিকার হতে হয় তাঁকে।

এমনকী তাঁর ব্যক্তিত্ব নকল বলে অভিযোগ তোলেন অনেকে। এছাড়াও তাঁকে বলা হয়, "পুজো না করে নামাজ পড়ুন"।

ছবিতে পুরোহিতকে দেখে এক নেটিজেন বলেন, "এখানে মৌলবী সাহেবের আসা উচিত ছিল।"

এরকম আরও স্টোরি চাই?