স্বাস্থ্য সচেতন জয়া নিয়মিত শরীর চর্চা করেন। তাঁর পার্ফেক্ট টোন্ড ফিগার সেকথা বলে দেয়।
তবে জয়া খেতে ভালবাসেন, নিজেই সেকথা বহুবার জানিয়েছেন।
জানেন কি, জয়া আহসান মিষ্টি খেতে বড় ভালবাসেন।
সম্প্রতি নানারকমের মিষ্টির ছবি শেয়ার করেছেন অভিনেত্রী, আর তার ক্যাপশনে লিখেছেন, "আমি কারো সঙ্গে মিষ্টি শেয়ার করি না।"
মন ভরে মিষ্টি খেয়েও জয়া কিন্তু বছরের পর বছর ধরে রেখেছেন নিজের চাবুক ফিগার।
তাঁর সৌন্দর্যের মূলমন্ত্র ব্যায়াম বলেই জানিয়েছেন অভিনেত্রী।
এরকম আরও স্টোরি চাই?
Read More
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জয়া খেতে ভালবাসেন, নিজেই সেকথা বহুবার জানিয়েছেন। তবে জানেন কি, জয়া আহসান মিষ্টি খেতে বড় ভালবাসেন। সম্প্রতি নানারকমের মিষ্টির ছবি শেয়ার করেছেন অভিনেত্রী, আর তার ক্যাপশনে লিখেছেন, "আমি কারো সঙ্গে মিষ্টি শেয়ার করি না।"