টলি নায়িকারা পুজোর শুভেচ্ছা জানিয়ে নিজেদের সোশ্যাল পেজে শেয়ার করছেন লুক। দেখুন কার মতো নিজেকে সাজাতে পারেন আপনি।
মিমি চক্রবর্তী নিজেকে সাজিয়েছেন লাল পার- সাদা শাড়িতে। সাংসদ- নায়িকার এই সাজ এবং নাকের নথ, যেন পারফেক্ট অষ্টমী বা বিজয়া দশমীর লুক।
গাঢ় সবুজ রঙা শাড়ি পরেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সঙ্গে গা ভর্তি সোনার গয়না , হাতে আলতা এবং কপালে বড় টিপ। এই সাজটি হতে পারে আপনার নবমীর লুক।
একটু আলাদা রকম সাজতে পছন্দ করেন কোয়েল মল্লিক। নায়িকার এই সাবেকি সাজ হতেই পারে আপনার অষ্টমীর লুক।
ইশা সাহা সাদা- লাল পার শাড়িতে একটি ছবি শেয়ার করেছেন। খোলা চুলে, কানের পাশে গোলাপ গোঁজা এবং কপালে রয়েছে ছোট্ট টিপ। অষ্টমীতে এরকম সেজে তাক লাগাতে পারেন আপনি।
শুভশ্রী শেয়ার করেছেন ডিপ নেক- ফুল স্লিভ আনারকলি পরা লুক। খোলা চুল, বড় কানের দুল ও ন্যুড মেকআপের সঙ্গে ছোট টিপ হতে পারে আপনার সপ্তমীর বেস্ট লুক।
নুসরত জাহানও শেয়ার করেছেন লাল পার- সাদা শাড়ি পরা সাবেকি লুক। হাতে রয়েছে আলতা, কপালে সিঁদুরের টিপ। খোলা চুল, চোখের হালকা কাজল এবং নো মেকআপ লুক হতে পারে আপনার ষষ্ঠীর লুক।
হলুদ রঙা হালকা সিল্ক বা শিফনের শাড়ি পরা ছবি শেয়ার করেছেন পার্নো মিত্র। সঙ্গে পরেছেন ম্যাচিং স্লিভলেস ব্লাউজন ও হালকা গয়না। এভাবে ষষ্ঠী, সপ্তমী বা নবমীতে সাজতে পারেন আপনি।
রাইমা সে পরেছেন দুধ সাদা রঙা বেলুন ফ্রিল বা রাফেল শাড়ি। নায়িকা নিজেকে সাজিয়েছেন মানানসই গয়নাতে। এই গরমে,পুজোর যে কোনও দিন এটা হতে পারে আপনার ফ্যাশন গোল।
এরকম আরও স্টোরি চাই?
Read More
চলছে উৎসবের মরসুম। শুরু হয়েছে বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজো। আর পুজো মানেই খাওয়া- দাওয়া, আড্ডা, ঠাকুর দেখা, গান- বাজনা এবং সেই সঙ্গে দারুণ সাজগোজ। পুজোর দিকে সারা বছর ধরে মুখিয়ে থাকে বাঙালিরা। উৎসবের এই দিনগুলোয় কবে, কেমন সাজবেন, এই নিয়ে দীর্ঘদিন ধরে থাকে প্ল্যানিং। তবে বেশীরভাগ মহিলাদের পুজোর সময় ট্রাডিশনাল পোশাকই থাকে পছন্দের তালিকায়। টলি নায়িকারা পুজোর শুভেচ্ছা জানিয়ে নিজেদের সোশ্যাল পেজে শেয়ার করছেন ছবি। আসুন দেখা যাক, কার মতো নিজেকে সাজাতে পারেন আপনি।