BY: Aajtak Bangla 

কোন টলি নায়িকার পড়াশোনা কতদূর? 

29 JULY 2022

টলিপাড়ার অভিনেত্রীদের জীবনে কখন কী ঘটছে, তা নিয়ে সকলের মধ্যে থাকে বাড়তি কৌতূহল। 

অনেকেই জানতে চান তাদের পছন্দের নায়িকার শিক্ষাগত যোগ্যতা কতটা। জানুন নেটমাধ্যমের তথ্য অনুসারে, কে কতদূর পড়াশোনা করেছেন। 

শ্রাবন্তী চট্টোপাধ্যায় সারদা বিদ্যাপীঠ স্কুল থেকে  মাধ্যমিক পাশ করেছেন। 

অভিনেত্রী- সাংসদ নুসরত জাহান ভবানীপুর কলেজ থেকে বি.কম (অনার্স)-পাশ করেছেন। 

 আরেক সাংসদ নায়িকা মিমি চক্রবর্তী আশুতোষ কলেজ থেকে বি.এ স্নাতক। 

যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক স্বস্তিকা মুখোপাধ্যায়। 

শুভশ্রী গঙ্গোপাধ্যায় লখনউয়ের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে তথ্য প্রযুক্তিতে স্নাতকোত্তর পড়াশোনা করেছেন। 

যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক পায়েল সরকার। 

লেডি ব্রেবোর্ন কলেজ থেকে ইতিহাসে স্নাতক অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । 

গোখেল মেমোরিয়াল কলেজ থেকে ফিজিওলজিতে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। 

জয়পুরিয়া কলেজ ইংরাজীতে স্নাতক শ্রীলেখা মিত্র। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াশোনা শুরু করলেও, তা শেষ করতে পারেননি একটি পাঁচতারা হোটেলে চাকরিতে যোগ দিয়ে।   

অভিনেত্রী পাওলি দাম, কলকাতা বিশ্ব বিদ্যালয়ের অন্তর্গত রাজাবাজার সায়েন্স কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর পড়াশোনা করেছেন।   

কলকাতার লরেটো কলেজ থেকে এমবিএ পড়েছেন রুক্মিণী মৈত্র। 

এরকম আরও
স্টোরি চাই?

Read More
তারকা মানেই মানুষের কৌতূহলের শেষ নেই। তার মধ্যে টলিপাড়ার অভিনেত্রীদের জীবনে কখন কী ঘটছে, তা নিয়ে সকলের মধ্যে থাকে বাড়তি কৌতূহল। বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবন অনেকের নজর থাকে। অনেকেই জানতে চান তাদের পছন্দের নায়িকার শিক্ষাগত যোগ্যতা কতটা।