BY: Aajtak Bangla 

TRP-তে প্রথম দশে রয়েছে এই বাংলা সিরিয়ালগুলি 

09 JUNE 2022

কোন ধারাবাহিক কেমন স্কোর করছে তসেই ফলাফল জানার উপায় টিআরপি।

বৃহস্পতিবার মানেই টিআরপি বেরনোর দিন। সামনে এসেছে বাংলা ধারাবাহিকের গত সপ্তাহের মার্কশিট। 

চমক দিয়ে ফের শীর্ষ স্থানে 'মিঠাই'। এই মেগার ঝুলিতে এসেছে ৮.৩ রেটিং পয়েন্ট।                                                                     সৌজন্য: জি বাংলা 

অনেকটা নম্বর কমে দ্বিতীয় স্থানে'গাঁটছড়া'পেয়েছে ৭.৭।

দারুণ পারফরম্যান্স করে তৃতীয় স্থানে 'মন ফাগুন', পেয়েছে ৭.৬ নম্বর।

'আয় তবে সহচরী'এবারও রয়েছে অষ্টম স্থান এবং পেয়েছে ৫.৭।

এবার পঞ্চমে 'গৌরী এলো'। এই মেগা পেয়েছে ৭.২।

 ষষ্ঠ স্থান বহাল 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'-র। ঝুলিতে এসেছে ৬.৯ পয়েন্ট।

সপ্তম স্থানে রয়েছে তিন মেগা। 'উমা','অনুরাগের ছোঁয়া'এবং 'এই পথ যদি না শেষ হয়' পেয়েছে ৫.৯ 

'আয় তবে সহচরী'এবারও রয়েছে অষ্টম স্থান এবং পেয়েছে ৫.৭।

 নবমে উঠে 'খেলনা বাড়ির' প্রাপ্তি ৫.৫ নম্বর।

দশম স্থানে আরেক নতুন মেগা 'লালকুঠি'পেয়েছে ৫.৩। 

এরকম আরও
স্টোরি চাই?

Read More
সামনে এসেছে বাংলা ধারাবাহিকের গত সপ্তাহের মার্কশিট। কোন ধারাবাহিক কেমন স্কোর করছে তার বা বলা ভাল,ফলাফল জানার উপায় টিআরপি। বৃহস্পতিবার মানেই টিআরপি বেরনোর দিন। দেখে নিন আপনার প্রিয় ধারাবাহিক কোন স্থানে রয়েছে এবার।