BY: Aajtak Bangla
উরফির বোল্ড চমক! এবার পরলেন শুধু ব্যান্ডেজের ড্রেস
BY: Aajtak Bangla
09 November 2022
উরফি জাবেদকে চেনেন না, এরকম নেটিজেন খুব কমই আছেন সম্ভবত।
উরফি মানেই নিত্যনতুন চমক। প্রতিবার নয়া স্টাইল স্টেটমেন্টে সকলের নজর কাড়েন তিনি।
কখনও অনাবৃত ঊর্ধ্বাঙ্গ, তো কখনও উদ্ভট পোশাক, বারবার সংবাদের শিরোনামে আসেন অভিনেত্রী।
প্রায়শই নেটদুনিয়ায় কটাক্ষের শিকার হন উরফি। তাও কেয়ার নট অ্যাটিটিউট রাখাই পছন্দ করেন তিনি।
কিছুদিন আগেই উরফি সকলকে অবাক করেছিলেন, রীলের তৈরি পোশাকে।
ঘড়ি, ব্লেড, কাঁচ, কোনও কিছু দিয়ে তৈরি করা পোশাক পরা বাকি রাখেননি তিনি।
সম্প্রতি আবারও সকলকে চমক দিলেন উরফি। এবার ব্যান্ডেজ দিয়ে তৈরি টু-পিস পরেছেন অভিনেত্রী।
বহু সময় তাঁকে দেখা গেছে, কোনও পোশাক না পরে, শুধুমাত্র হাত দিয়ে গোপনাঙ্গ ঢাকতে।
এই ধরণের সাহসী পদক্ষেপ বা ঝুঁকি নিতে একটুও পিছপা হন না উরফি জাভেদ।
প্রায় রোজ নতুন রূপে উরফিকে দেখে, একদিকে প্রশংসায় ভরান নেটিজেনরা। অন্যদিকে তাঁকে ট্রোলও করেন অনেকে।
এরকম আরও
স্টোরি চাই?
Read More
উরফি জাবেদকে চেনেন না, এরকম নেটিজেন খুব কমই আছেন বোধ হয়। উরফি মানেই নিত্যনতুন চমক। প্রতিবার নয়া স্টাইল স্টেটমেন্টে সকলের নজর কাড়েন তিনি।
Related Stories
কাতলা মাছের ইংরাজি কী? বাঙালি মাছপ্রেমীরাই জানেন না
খেজুর বলে আখের গুড় দিচ্ছে না তো? এভাবে চিনে নিন আসল গুড়
TRP-র ফুল ফর্ম কী? ৯৯ শতাংশ মেগা সিরিয়ালের দর্শক জানেন না
বিদেশি বরের 'বাঙালি বধূ' হবেন অভিনেত্রী, আগে হয়েছিল ক্রিশ্চিয়ান ওয়েডিং