পিঠে ফিনফিনে ফিতে জড়িয়ে নাচ Urfi-র
BY: Aajtak Bangla
13 December 2021
এবার পোশাকের সঙ্গে উত্তাল নাচে ভাইরাল অভিনেত্রী উরফি জাভেদ।
'বিগ বস ওটিটি' খ্যাত উরফি ইদানিং সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে পড়েছেন।
অভিনেত্রীকে প্রায়ই তাঁর অদ্ভুত পোশাকের জন্য ট্রোলের শিকার হতে দেখা যায়।
পিঠ খোলা ফিনফিনে সরু ফিতের জামায় নাচ করতে দেখা গেল উরফিকে।
তা দেখে এক নেটিজেন লিখলেন,"দিদি, পুরো জামাকাপড় পরুন"।
আবার কেউ লেখেন,"তুমি খুব খারাপ নাচ"।
ক'দিন আগে নীল বিকিনিতে নিজের কিছু ছবি পোস্ট করেছিলেন উরফি।
বিকিনি পরে সমুদ্র সৈকতে দেখা গেছিল তাঁকে।
এরকম আরও
স্টোরি চাই?
এবার পোশাকের সঙ্গে উত্তাল নাচে ভাইরাল অভিনেত্রী উরফি জাভেদ। 'বিগ বস ওটিটি' খ্যাত উরফি ইদানিং সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে পড়েছেন। অভিনেত্রীকে প্রায়ই তাঁর অদ্ভুত পোশাকের জন্য ট্রোলের শিকার হতে দেখা যায়। পিঠ খোলা ফিনফিনে সরু ফিতের জামায় নাচ করতে দেখা গেল উরফিকে।
Related Stories
পঞ্চায়েত খ্যাত অভিনেতা দিনের পর দিন বেকার! চরম সঙ্কটে
এই ৫ কথা লুকিয়ে রাখুন, তবেই জীবনে সফল হবেন
নাভিতে এই জিনিস ১ ফোঁটা, ফাঁকা টাকে গজাবে গুঁড়ি গুঁড়ি চুল
দেখতে মোমোর মতো, কিন্তু মোমো নয়, মুচমুচে স্বাদের এই খাবার অপূর্ব