08 November 2021
নিজের হাতে টি-শার্ট কেটে অদ্ভুত পোশাক বানান উরফি।
সেই পোশাক পরে আত্মবিশ্বাসের সঙ্গে ক্যামেরায় পোজ করেন তিনি।
টি-শার্ট কাটা জামায় নিত্য নতুন লুকে দেখা যায় তাঁকে।
বেশিরভাগ ব্যাকলেস পোশাকেই দেখা যায় তাঁকে।
কীভাবে নিজের পোশাক ডিজাইন করেন তার DIY ভিডিও দেন ইনস্টাগ্রামে।
সম্প্রতি উরফিকে দেখা যায় অ্যানিমেল প্রিন্টে ব্রালেট ও স্লিট স্কার্টে।
এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন,"গোয়া যাব"।
গোলাপি পোশাকে তার কিছু ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। অভিনেত্রীর অনন্য সাজ ছিল দেখার মতো।
পালকের তৈরি মিনি ড্রেসে দেখা যায় উরফিকে।
ব্যাকলেসে কয়েক হাজার অনুরাগীর মন কাড়েন উরফি।