প্রেমিক ১০ বছরের বড় হলে সম্পর্ক হবে মধুর 

BY: Aajtak Bangla 

29 September 2021

এক সময় স্বামী-স্ত্রীয়ের মধ্যে বয়সের ব্যবধান থাকতো প্রায় ১০ থেকে ১৫ বছর। 

বর্তমানে শুধুই সমবয়সী নয়, উল্টে বয়সে বড় স্ত্রীয়ের দিকে ঝুঁকছেন অনেকেই।    

তবে, প্রেমিক কিংবা স্বামীর সঙ্গে যদি বয়সের তফাত অন্তত ১০ বছর হয়, তাহলে আপনার সম্পর্ক অনেক বেশি ভাল হতে পারে।   

প্রেমিক বয়সে বড় হলে ইগো প্রবলেম হওয়ার সম্ভাবনা খুব কম। 

বয়সে বেশি বড় প্রেমিক, তাঁর প্রেমিকাকে অনেক বেশি বুঝতে পারেন। 

অভিজ্ঞতা অনেক বেশি থাকার কারণে জীবনের অনেক অবাঞ্ছিত সমস্যা সহজেই এড়িয়ে যেতে পারেন। 

মেয়েদের বিয়ের বয়স হলেও ছেলেটি বহু ক্ষেত্রে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় না। উভয়ের মধ্যে বয়সের পার্থক্য থাকে এই সমস্যা থাকে না।   

স্বামী বয়সে বেশ কিছুটা বড় হলে, তাঁর দায়িত্বজ্ঞান অনেক বেশি থাকে। এর ফলে আপনি অনেকটা সুরক্ষিত অনুভব করতে পারবেন।   

বয়সে বড় প্রেমিক কিংবা স্বামী, তাঁর স্ত্রীয়ের অনেক বেশি যত্ন করেন। ভালোবাসার সম্পর্কও থাকে অনেক বেশি মধুর।

তাহলে নতুন সম্পর্কে যাওয়ার আগে এই কথাগুলি মাথায় রাখছেন তো?  

এক সময় স্বামী-স্ত্রীয়ের মধ্যে বয়সের ব্যবধান থাকতো প্রায় ১০ থেকে ১৫ বছর। বর্তমানে শুধুই সমবয়সী নয়, উল্টে বয়সে বড় স্ত্রীয়ের দিকে ঝুঁকছেন অনেকেই। তবে, প্রেমিক কিংবা স্বামীর সঙ্গে যদি বয়সের তফাত অন্তত ১০ বছর হয়, তাহলে আপনার সম্পর্ক অনেক বেশি ভাল হতে পারে।