BY: Aajtak Bangla 

অক্ষয় তৃতীয়ায় করা যে কোনও কাজ 'অক্ষয়' থাকে   

02 May 2022

গোটা দেশের হিন্দুদের একটি অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ উৎসব অক্ষয় তৃতীয়া। 

বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে 'অক্ষয় তৃতীয়া'-র পুজো হয়। 

যে কোনও কাজ সম্পন্ন করার জন্য এদিন শুভ বলে মনে করা হয়। 

সংস্কৃত অনুসারে 'অক্ষয়' শব্দের অর্থ হল 'যার কোনও ক্ষয়' নেই। 

 তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনও কাজ অক্ষয় থাকে। 

অন্যদিকে শাস্ত্র মতে,অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তিথি।

২ মে রাত ৩:১৭ মিনিট থেকে ৩ মে ভোর ৫:২৫ মিনিট পর্যন্ত তৃতীয়া থাকবে। 

অক্ষয় তৃতীয়ার দিন মূলত  লক্ষ্মী- গণেশের পুজো করা হয়। 

ব্যবসায়ীরা নিষ্ঠা করে এদিন সিদ্ধিদাতা ও ধনদেবীর আরাধনা করেন। অনেক দোকানে হালখাতাও হয়। 

বিশ্বাস করা হয় যে, এদিন সোনা কিনলে পরিবারে সুখ-সমৃদ্ধি আসে। 

এমনকী অনেকে শুভ কাজও এদিনই শুরু করেন, শুভ সূচনার আশায়। 

এরকম আরও
স্টোরি চাই?

Read More
হিন্দুদের বিভিন্ন পার্বণের একটি গুরুত্বপূর্ণ উৎসব হল অক্ষয় তৃতীয়া। শুধু বাঙালি নয়, গোটা দেশের হিন্দুদের জন্যেই এই উৎসব অত্যন্ত শুভ। যে কোনও কাজ সম্পন্ন করার জন্য এদিন অত্যন্ত শুভ বলে মনে করা