BY: Aajtak Bangla
চুম্বকের মতো অর্থ টেনে আনে এই ফুল গ
2 February 2023
হিন্দু ধর্মে গাছ, গাছপালা ও ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে।
তার মধ্যে একটি অপরাজিতা ফুল।
অপরাজিতা ফুলকে হিন্দু ধর্মে খুব বিশেষ বলে মনে করা হয়।
অপরাজিতা, যা বাগান এবং বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য রোপণ করা হয়, আয়ুর্বেদে বিষ্ণুক্রান্তা, গোকর্ণী ইত্যাদি নামে পরিচিত।
অপরাজিতা ফুল দেখতে অনেকটা ময়ূরের পালকের মতো।
শাস্ত্র মতে অপরাজিতা ফুল ভগবান বিষ্ণুর খুব প্রিয়।
এছাড়াও এই নীল রঙের ফুলটিও শনিদেবকে খুশি করতে খুবই সহায়ক।
ধর্ম ছাড়াও অপরাজিতা ফুলকে জ্যোতিষশাস্ত্রেও বিশেষ স্থান দেওয়া হয়েছে।
জ্যোতিষশাস্ত্রে অপরাজিতা ফুলের জন্য এমন কার্যকরী প্রতিকার দেওয়া হয়েছে যা দ্রুত প্রভাব দেখায়।
শাস্ত্র মতে অপরাজিতা ফুল ধন ও সমৃদ্ধি আকর্ষণ করে। অর্থ প্রাপ্তি হোক বা চাকরি-ব্যবসায় সফলতা, অপরাজিতা ফুলের প্রতিকার সবার জন্যই বেশ কার্যকরী।
এরকম আরও
স্টোরি চাই?
এরকম আরও
স্টোরি চাই?
Read More
হিন্দু ধর্মে গাছ, গাছপালা ও ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। তার মধ্যে একটি অপরাজিতা ফুল। অপরাজিতা ফুলকে হিন্দু ধর্মে খুব বিশেষ বলে মনে করা হয়।
Related Stories
"মনমোহন যখন কথা বলেন, তখন বিশ্ব শোনে"
স্বামী সুখ দিতে পারছেন না, এই ৩ ইশারায় বুঝিয়ে দেন মেয়েরা: চাণক্য
সুখের সেই তুঙ্গ মুহূর্তে পুরুষের কাছ থেকে কী শুনতে চান মেয়েরা?
যৌবনের তুলবে এই চাটনি, ৬০ পেরলেও থাকবে ৩০-এর তেজ; রইল রেসিপি