BY: Aajtak Bangla 

রেকর্ড অসম চায়ের, ১ কিলো বিক্রি হল ৯৯,৯৯৯ টাকায়!

16 February 2022

গুয়াহাটি চা নিলাম কেন্দ্রে (GATC) এক কেজি গোল্ডেন পার্ল চা পাতা ৯৯,৯৯৯ টাকায় বিক্রি হয়েছে। 

দু'মাসের মধ্যে দ্বিতীয়বার এত দামে কোনও কোম্পানির চা পাতা বিক্রি হল।

এর আগে গত বছরের ডিসেম্বরে গোল্ডেন বাটারফ্লাই চা বিক্রি হয়েছিল রেকর্ড ৯৯,৯৯৯ টাকায়।

আরও একবার এই কোম্পানির চা ৯৯,৯৯৯ টাকায় বিক্রি হল।

Heading 3

এবার গোল্ডেন পার্ল চা পাতা কিনেছে অসম চা ব্যবসায়ীরা।

অসমের ডিব্রুগড় জেলার নাহোরচুকবাড়ি কারখানায় এই নিলাম অনুষ্ঠিত হয়।

অনেক নাম করা সংস্থার মধ্যে এবার জিতেছে গোল্ডেন পার্ল। যার এক কেজি প্রতি বিক্রি হয়ছে ৯৯,৯৯৯ টাকায়।

এর আগে গত বছরের ডিসেম্বরে 'মনোহরি গোল্ড টি' গুয়াহাটি চা নিলামে নিজস্ব রেকর্ড ভাঙার ইতিহাস তৈরি করেছিল।

এক কেজির জন্য ৯৯,৯৯৯ টাকা রেকর্ড বিড করা হয়েছিল।

গুয়াহাটি ভিত্তিক পাইকারি বিক্রেতারা সৌরভ ট্রেডার্স এটি কিনেছিল।

এরকম আরও
স্টোরি চাই?

Read More
গুয়াহাটি চা নিলাম কেন্দ্রে (GATC) এক কেজি গোল্ডেন পার্ল চা পাতা ৯৯,৯৯৯ টাকায় বিক্রি হয়েছে। দু'মাসের মধ্যে দ্বিতীয়বার এত দামে কোনও কোম্পানির চা পাতা বিক্রি হল। এর আগে গত বছরের ডিসেম্বরে গোল্ডেন বাটারফ্লাই চা বিক্রি হয়েছিল রেকর্ড ৯৯,৯৯৯ টাকায়।