BY: Aajtak Bangla 

মানি ব্যাগে সর্বদা টাকা ভর্তি রাখার বাস্তু টিপস! 

09 JUNE 2022

ভাল বেতন পাওয়া সত্ত্বেও কিছু মানুষের পকেট সব সময় খালি থাকে। কেন জানেন?

জ্যোতিষীদের মতে, কিছু অশুভ জিনিস ব্যাগে রাখলে নেতিবাচক শক্তির চাপ বাড়ে। 

এমন ৫টি জিনিস রয়েছে, যা মানি ব্যাগে রাখলে আর্থিক সংকট হয়।

মানি ব্যাগে কোনও বিল বা ইএমআই কাগজের মতো জিনিস রাখা উচিত না। এটি রাহুর রূপ যা অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি করে।

পূর্বপুরুষদের ছবি মানি ব্যাগে রাখা ঠিক নয়। ঘরের দক্ষিণ-পশ্চিম দিকে তাঁদের ছবি রাখা ভাল।

 মানি ব্যাগে দেব-দেবীর ছবি রাখা ভাল না। পার্সের বদলে ঘরে ও মনে দেবতাদের স্থান দিন।

পার্সে চাবি রাখলে ব্যবসা ও অর্থের ক্ষতি হয়। বাস্তু অনুসারে,পার্সে মুদ্রা ছাড়া অন্য কোনও ধাতু রাখলে নেতিবাচক শক্তি তৈরি হয়।

       

ব্যাগে টাকা কখনও দুমড়ে-মুচড়ে রাখবেন না। নোটগুলিকে ভাল ভাবে সাজিয়ে রাখুন। 

আপনার ব্যাগে কত টাকা আছে,তা আপনার সর্বদা জানা উচিত। 

এরকম আরও
স্টোরি চাই?

Read More
ভাল বেতন বা মোটা রোজগার সত্ত্বেও প্রায়ই কিছু মানুষের পকেট খালি থাকে। তাদের ব্যাঙ্ক-ব্যালেন্স সব সময় ফাঁকা থাকে। এর পেছনের কারণ কী? এই বিষয়ে বিশেষ তথ্য শেয়ার করেছেন জ্যোতিষী রাখি মিশ্র।