BY: Aajtak Bangla 

সাম্বার তালে মেতেছে ব্রাজিল!!!

25 APRIL 2022

করোনা মহামারির কারণে ২ বছর পর রিওতে বর্ণাঢ্য কার্নিভাল প্যারেডের আয়োজন হয়েছে।

এই অনুষ্ঠানটিকে ঘিরে  আনন্দের  কোনো কমতি নেই। 

নেচে- গেয়ে, দলে দলে সবাই ভিড় করছে সাম্বাড্রোম প্যারেডে। 

কার্নিভালে উপস্থিত সবাই  সেজেছে  রং বেরঙের পোশাকে।

যেগুলোর কোনোটায় রয়েছে পালকের সংযুক্তি তো কোনোটায় আবার জরির ছড়াছড়ি।

কারো মাথায় টুপি, কারো হাতে ইন্সট্রুমেন্ট তো কারো আবার পতাকার খুঁটি। সব মিলিয়ে সাজ সাজ রব রয়েছে ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে।

ব্রাজিলের ঐতিহ্যবাহী এ কার্নিভালটি প্রতি বছর অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়। 

তবে মহামারি করোনার কারণে চলতি বছর অনুষ্ঠানটির তারিখ পিছিয়ে ফেব্রুয়ারির পরিবর্তে এপ্রিলে নির্ধারণ করে স্থানীয় কর্তৃপক্ষ।

এরকম আরও
স্টোরি চাই?

Read More
করোনা মহামারির কারণে ২ বছর পর রিওতে বর্ণাঢ্য কার্নিভাল প্যারেডের আয়োজন হয়েছে। এই অনুষ্ঠানটিকে ঘিরে আনন্দের কোনো কমতি নেই। নেচে- গেয়ে, দলে দলে সবাই ভিড় করছে সাম্বাড্রোম প্যারেডে।