18 November 2021
২০২১ সালের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী ১৯ নভেম্বর। এই গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জ্যোতিষীরা।
এদিন দুপুর ১১.৩২ মিনিট থেকে ভারতে গ্রহণ শুরু হবে। চলবে বিকেল ৫.৩৩ মিনিট পর্যন্ত।
এই গ্রহণ হবে আংশিক চন্দ্রগ্রহণ। এজন্যে ভারতের বেশিরভাগ স্থানে এটি দেখা যাবে না।
উত্তর -পূর্ব ভারতের রাজ্যগুলিতে মূলত এই গ্রহণ দেখা যাবে। যার মধ্যে রয়েছে অসম ও অরুণাচল প্রদেশ।
এছাড়া আমেরিকা, উত্তর ইউরোপ, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এভং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে এবারের চন্দ্রগ্রহণ।
বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে বৃষ রাশিতে। তাই এই রাশির জাতক জাতিকাদের গ্রহণকালে খুব সাবধানে থাকতে হবে।
চন্দ্রগ্রহণের সময় কৃত্তিকা নক্ষত্র থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই নক্ষত্রের অধিপতি সূর্য এবং রাশি শুক্র।
কার্তিক মাসের পূর্ণিমায় হবে পরবর্তী চন্দ্রগ্রহণ। এদিনই আবার রাস পূর্ণিমা অর্থাৎ শ্রীকৃষ্ণের রাসযাত্রা।
হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্র মতে কার্তিক পূর্ণিমা অত্যন্ত শুভ। এজন্যে এই গ্রহণের প্রভাব সব রাশির জাতকদের উপরই পড়বে।
যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী অবস্থান করে এবং যখন চাঁদ পৃথিবীর ছায়া থেকে বের হয় তখন চন্দ্রগ্রহণ হয়।
পৃথিবীর জন্য যখন সূর্যের আলোর থেকে চাঁদের একটি অংশ ঢাকা পড়ে তখন একে আংশিক চন্দ্রগ্রহণ বলে।