২০২২ সালের শেষ সূর্যগ্রহণের পর এবার বছরের শেষ চন্দ্রগ্রহণও হতে চলেছে।
শেষ সূর্যগ্রহণ হয়েছিল দীপাবলির পরদিন।
শেষ চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে সূর্যগ্রহণের ঠিক ১৫ দিন পরে অর্থাৎ ৮ নভেম্বর।
৮ নভেম্বর কার্তিক মাসের পূর্ণিমা তিথিও। জ্যোতিষীরা বলছেন, মেষ রাশিতে চন্দ্রগ্রহণ ঘটবে ভরণী নক্ষত্রে।
বিশেষ বিষয় হল এই দিনটিও দেব দীপাবলি, তাই চন্দ্রগ্রহণের একদিন আগে এবার দেব দীপাবলি উদযাপন করা হবে।
৮ নভেম্বর মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৫.৩২ মিনিটে শুরু হবে গ্রহণ।
সন্ধ্যা ৬.১৮ মিনিট পর্যন্ত চলবে গ্রহণ।
তবে আমাদের দেশের বেশিরভাগ জায়গা থেকেই দেখা যাবে না এই চন্দ্রগ্রহণ।
চন্দ্রগ্রহণের সূতক শুরু হবে সকাল ৯টা ২১ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬.১৮ মিনিটে।
সূতক কালের সূচনার পর শুভ ও মাঙ্গলিক কাজ করা হয় না।
২০২২ সালের শেষ চন্দ্রগ্রহণ বিশ্বের একাধিক দেশে দেখা যাবে।
এই চন্দ্রগ্রহণ হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা আমেরিকায় স্পষ্ট দেখা যাবে।
ভারতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুধুমাত্র দেশের পূর্বাঞ্চল থেকে দৃশ্যমান হবে। বাকি অংশে আংশিক গ্রহণ দেখা যাবে।
যেসব শহরে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে তারমধ্যে রয়েছে কলকাতা ও শিলিগুড়ি।
এছাড়াও পাটনা, রাঁচি, গুয়াহাটি থেকেও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে।
কলকাতায় বিকেল ৪টে ৫২ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে, চলবে ১ ঘণ্টা ২৭ মিনিট।
অসমের ডিব্রগড় থেকে সর্বাধিক ২ ঘণ্টা ২ মিনিটের মতো চন্দ্রগ্রহণ দেখা যাবে।
মুম্বইয়ে সবচেয়ে কম ১৮ মিনিট দেখা যাবে।
চন্দ্রগ্রহণ কখনওই খালি চোখে দেখবেন না৷ সব সময় উপযুক্ত ব্যবস্থা নিয়ে তবেই চন্দ্রগ্রহণ দেখুন৷
এরকম আরও স্টোরি চাই?
Read More
Chandra Grahan 2022: ২০২২ সালের শেষ সূর্যগ্রহণের পর এবার বছরের শেষ চন্দ্রগ্রহণও হতে চলেছে। শেষ সূর্যগ্রহণ হয়েছিল দীপাবলির পরদিন। এবার, শেষ চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে সূর্যগ্রহণের ঠিক ১৫ দিন পরে অর্থাৎ ৮ নভেম্বর। ৮ নভেম্বর কার্তিক মাসের পূর্ণিমা তিথিও। জ্যোতিষীরা বলছেন, মেষ রাশিতে চন্দ্রগ্রহণ ঘটবে ভরণী নক্ষত্রে।