BY: Aajtak Bangla 

আর্থিক টানাটানিতে লবঙ্গ দেবে সমাধান!

20 MAY 2022

হিন্দু আচার-অনুষ্ঠান এবং ধর্মীয় কাজে  লবঙ্গের গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্রেও লবঙ্গের কিছু সহজ প্রতিকার দেওয়া হয়েছে। 

আপনিও যদি আপনার ভাগ্য পরিবর্তন করতে চান এবং আপনার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে  লবঙ্গের প্রতিকার ব্যবহার করে দেখতে পারেন। 

যদিও এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই, কিন্তু মানুষ বছরের পর বছর ধরে  ব্যবহার করে আসছে। 

শনি বা রবিবার ৫ টি লবঙ্গ এবং ৩ টি বড় এলাচ কর্পূরের সঙ্গে  জ্বালিয়ে সারা ঘরে সেই ধোঁয়া দেখান। নেতিবাচকতা দূর হয় এবং ইতিবাচকতা আসে।

শনিবার লবঙ্গ দান করতে হবে। এতে করে যাদের  কুণ্ডলীতে রাহু কেতুর অবস্থান অনুকূল নয়, তারা প্রতিকার পাবেন।

মঙ্গলবার হনুমানজির সামনে এক জোড়া লবঙ্গ রাখুন, সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং হনুমান চালিসা পাঠ করুন । 

শুক্রবার একটি লাল কাপড়ে ৫টি কড়ি এবং ৫টি লবঙ্গ বেঁধে আলমারি বা নিরাপদ জায়গায় রাখুন। এতে করে অর্থ সাশ্রয় হয়।

ঘর থেকে বের হওয়ার সময় দুটি লবঙ্গ মুখে রাখুন। এই প্রতিকারে কর্মে সাফল্য আসে।

অমাবস্যা বা পূর্ণিমার রাতে কর্পূর দিয়ে ১১ বা ২১ লবঙ্গ জ্বালান এবং তারপরে দেবী লক্ষ্মীর ধ্যান করুন। এতে করে আটকে থাকা  টাকা পাওয়া যায়।

এরকম আরও
স্টোরি চাই?

Read More
Clove Remedies: হিন্দু আচার-অনুষ্ঠান এবং ধর্মীয় কাজে লবঙ্গের গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্রেও লবঙ্গের কিছু সহজ প্রতিকার দেওয়া হয়েছে। আপনিও যদি আপনার ভাগ্য পরিবর্তন করতে চান এবং আপনার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে লবঙ্গের প্রতিকার ব্যবহার করে দেখতে পারেন। যদিও এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই, কিন্তু মানুষ বছরের পর বছর ধরে ব্যবহার করে আসছে। শুধু তাই নয়, এর প্রতিকারে রয়েছে অলৌকিক উপকারিতা। আসুন জেনে নেওয়া যাক কোন কোন সমস্যার জন্য এটি ব্যবহার করা যেতে পারে।