BY: Aajtak Bangla 

তামা- পিতলের পাত্রের কালো দাগ উঠবে এভাবে 

BY: Aajtak Bangla

17 January 2022


আয়ুর্বেদে তামা ও পিতলের পাত্রে খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয়। 

তামার পাত্রে জল খাওয়ার রীতি প্রাচীন যুগ থেকে চলে আসছে।

তবে তামা বা পিতলের বাসন দ্রুত কালো হয়ে যায়, যা পরিষ্কার করা পরিশ্রম সাপেক্ষ।

এই ধরনের বাসন পরিষ্কার করার সহজ ও  ঘরোয়া কিছু উপায় রয়েছে।

লেবুর রস ও লবণের মিশ্রণ পিতলের বাসন পরিষ্কার করতে খুব সহায়ক। তেঁতুলও ব্যবহার করতে পারেন।

ভিনেগারে লবণ মিশিয়ে পিতলের পাত্রে কিছুক্ষণ রেখে দিন, কালো দাগ দূর হয়ে বাসন চকচকে হবে। 

তামার পাত্র পরিষ্কার করতে সামান্য তেঁতুল এক কাপ জলে আধ ঘণ্টা রেখে, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।

দাগ পড়ে যাওয়া পাত্রের চারদিকে তেঁতুলের জল লাগিয়ে ৫ মিনিট রেখে দিন। ভাল ভাবে ঘষে পরিষ্কার করুন। 

নিয়মিত তামা- পিতলের বাসনপত্র ব্যবহার করলে, প্রতিদিন পরিষ্কার করার চেষ্টা করুন। 

এরকম আরও
স্টোরি চাই?

Read More
তামার পাত্রে জল খাওয়ার রীতি প্রাচীন যুগ থেকে চলে আসছে। বর্তমানে বাজার চলতি ভিন্ন ধরনের সুন্দর ডিজাইনের তামার বোতল বা পাত্র পাওয়া যায়। অনলাইনেও এই ধরনের পাত্র সহজেই পাওয়া যায়। আয়ুর্বেদে তামা ও পিতলের পাত্রে খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয়। বিশেষ করে তামার পাত্রে জল পান করলে, রোগ অনেক দূরে থাকে। অনেকেই প্রায়শই সমস্যায় পড়েন তামা ও পিতলের বাসন ব্যবহার করলে। এই ধরনের বাসন দ্রুত কালো হয়ে যায় এবং সেগুলি ধোয়ার জন্য অনেক পরিশ্রম লাগে।