BY: Aajtak Bangla  18 November  2022 BY: Aajtak Bangla 

মেসি না রোনাল্ডো, কাকে বিশ্বকাপের ট্রফি হাতে দেখতে চান রুনি?

মেসি বা রোনাল্ডোকে এ বছরের ফিফা বিশ্বকাপে জিততে দেখতে চান, জানালেন প্রাক্তন ইংল্যান্ড স্ট্রাইকার ওয়েন রুনি।

অজস্র পুষ্টিগুণে ভরপুর হলেও এর পার্শ্বপ্রতিক্রিয়াও আছে।

তিনি মনে করেন, এটি তাঁদের অবিশ্বাস্য কেরিয়ারের উপযুক্ত সমাপতন হবে।


মেসি ও রোনাল্ডোকে এই প্রজন্মের সেরা দুই ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়।

তাঁরা কোপা আমেরিকা এবং ইউরো জিতেছেন। 

কিন্তু দুই তারকার ঝুলিতেই নেই বিশ্বকাপ ছোঁয়ার কৃতিত্ব।

টাইমস অফ ইন্ডিয়াকে রুনি জানিয়েছেন যে এটাই মেসির শেষ বিশ্বকাপ। 

রুনি বলেন, 'মেসি বা রোনাল্ডোদের বিশ্বকাপ জিততে দেখতে চাই। এটি তাঁদের অবিশ্বাস্য কেরিয়ারের উপযুক্ত সমাপ্তি হবে। আমি নিশ্চিত মেসি আর্জেন্টিনাকে জেতানোর জন্য যথাসাধ্য চেষ্টা এবং সাহায্য করবেন।'

বলেন, 'যদি ইংল্যান্ড ফাইনালে না যায়, তাহলে আমি চাই তাঁদের দু'জনের কেউ কাপ জিতুক। তাঁদের অবিশ্বাস্য কেরিয়ারের একটি দুর্দান্ত পরিণতি দেখতে ভাল লাগবে।'

এরকম আরও
স্টোরি চাই?

Read More
FIFA 2022: মেসি বা রোনাল্ডোকে এ বছরের ফিফা বিশ্বকাপে জিততে দেখতে চান, জানালেন প্রাক্তন ইংল্যান্ড স্ট্রাইকার ওয়েন রুনি। তিনি মনে করেন, এটি তাঁদের অবিশ্বাস্য কেরিয়ারের উপযুক্ত সমাপতন হবে। মেসি ও রোনাল্ডোকে এই প্রজন্মের সেরা দুই ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়।