BY: Aajtak Bangla 

বছরের প্রথম সূর্যগ্রহণ কবে, কোথায় দেখা যাবে?   

23 APRIL 2022

এই বছর মোট চারটি গ্রহণ হবে। যার মধ্যে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ।

 ২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ হবে আগামী ৩০ এপ্রিল। 

 দুপুর ১২:১৫ মিনিট থেকে ০৪:০৭ মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ থাকবে৷ 

এই সূর্যগ্রহণই হবে আংশিক এবং এটি ভারত থেকে দৃশ্যমান হবে না। ফলে সূতক কালও থাকবে না। 

দক্ষিণ আমেরিকার দক্ষিণ -পশ্চিমাঞ্চল, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক ও অ্যান্টার্কটিকায় এই গ্রহণ দৃশ্যমান হবে।   
                            সৌজন্য: ইন্সটাগ্রাম

পৌরাণিক বিশ্বাস অনুসারে, গ্রহণের সময় কোনও শুভ কাজ করা হয় না। 

জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণকে অশুভ বলে মনে করা হয়। তবে কিছু রাশির জন্য এই গ্রহণ শুভ সময় নিয়ে আসবে। 
                           সৌজন্য: ইন্সটাগ্রাম

বৃষ, তুলা, কর্কট ও ধনুর জন্য শুভ সময় বয়ে আনবে বছরের প্রথম সূর্যগ্রহণ। 

এরকম আরও
স্টোরি চাই?

Read More
আর হাতে গোনা দিন পড়েই হবে বছরের প্রথম সূর্যগ্রহণ। আগের বছরের মতো এই বছরও মোট চারটি গ্রহণ হবে। যার মধ্যে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ। ২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ হবে আগামী ৩০ এপ্রিল।