BY: Aajtak Bangla 

মেদ ঝরাতে জিম-প্রাতর্ভ্রমণ? রাখুন এই ৫ খাবার

05 January 2023

শরীরচর্চা জরুরি। অন্তত হাঁটাহাঁটি করলেও শরীরে জন্য উপকারী। সকালে ঘুম থেকে উঠেই জুতো পরে হাঁটতে বা জিমে চলে যান অনেকে। 

কোনও খাবার না খেয়েই। এটা অনুচিত। সকালে শরীরচর্চা করতে যাওয়ার আগে নির্দিষ্ট খাবার দরকার। নইলে হিতে বিপরীত হতে পারে।

খালিপেটে জিম তো দূরে হাঁটাও অনুচিত।এটা মোটেও সুঅভ্যাস নয়। প্রাতরাশ করেই হাঁটতে বেরানো উচিত।

পাউরুটি ও পিনাট বাটার-একটি ব্রাউন ব্রেড বা হোল গ্রেন ব্রেডে পিনাট বাটার দিয়ে সকালে খেতে পারেন। এটা স্বাস্থ্যকর খাবার। 

সকালে একটা আপেল বা নাসপাতিও খেতে পারেন। 

সকালে উঠে আমন্ড বা কাজুবাদাম খেতে পারেন। সাধারণ বাদামও খেলে উপকার।

রাতে বাদাম, ছোলা ভিজিয়ে রাখুন। সকালে উঠে খেয়ে নিন। আমন্ডও ভিজিয়ে রাখতে পারেন।

সেক্ষেত্রে স্মুদি খেতে পারেন। ইয়োগার্ট, তিসির বীজ ও স্ট্রবেরি মিশিয়ে স্মুদি বানিয়ে নিতে পারেন। এছাড়া ওটস দিয়েও বানাতে পারেন স্মুদি। 

সকালে ঘুম থেকে গরম জলে ওটস ভিজিয়ে নেন। তার পর দুটো কলা কেটে মিশিয়ে নিন। ওটস কলা দারুণ খেতে লাগবে। 

সকালে অনেকের ভারী খাবার খেতেও ভাল লাগে। দীর্ঘক্ষণ না অভুক্ত থাকায় এই সময়টায় খিদে বেড়ে যায়।

ওটসে রয়েছে কার্বস, যা শক্তি জোগায়। আর কলা খেলে পাবেন ভরপুর এনার্জি। 

এরকম আরও
স্টোরি চাই?

Read More
সকাল থেকে সন্ধে কাজের চাপ। খাওয়াদাওয়ার অনিয়ম। সেই ফাঁকে বাড়ছে মেদ। সেই সঙ্গে শরীরে বাসা বাঁধছে ডায়াবেটিস, ইউরিক অ্যাসিড ও  কোলেস্টেরল। ফলে শরীরকে সুস্থ রাখাই এখন কঠিন কাজ। তাই শরীরচর্চা জরুরি। অন্তত হাঁটাহাঁটি করলেও শরীরে জন্য উপকারী। সকালে ঘুম থেকে উঠেই জুতো পরে হাঁটতে বা জিমে চলে যান অনেকে।