BY: Aajtak Bangla 

সেপ্টেম্বরে ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির!

26 AUGUST 2022

সেপ্টেম্বর মাসটি খুব বিশেষ হতে চলেছে।

সেপ্টেম্বর মাসে গ্রহদের পরিবারের ৩টি প্রধান গ্রহ গোচর করতে যাচ্ছে। 

এর মধ্যে রয়েছে সূর্য, বুধ এবং শুক্র। 

কিছু রাশির জাতক-জাতিকা গ্রহের এই গোচর  থেকে বিশেষ ফল পাবেন। 

তাদের কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং ব্যক্তিগত জীবনও চমৎকার হবে। 

১৭ সেপ্টেম্বর সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গোচর করবে।

বুধ ১০ সেপ্টেম্বর বক্রী চাল চলতে শুরু করবে।

২৪ সেপ্টেম্বর শুক্রও কন্যা রাশিতে প্রবেশ করবে।

এই সময়ে মেষ রাশির ব্যবসায়ীদের সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ভাল আর্থিক সুবিধা পেতে পারেন। 

বৃষ রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনরা আপনার কাজে খুশি হবেন।

কর্কট রাশির আর্থিক অবস্থা শক্তিশালী হবে। কর্মজীবনে ভালো ফল পাওয়া যাবে। ব্যবসায় লাভবান হবেন।

সিংহ রাশির  আয় বৃদ্ধির জোরালো সম্ভাবনা রয়েছে। কর্মজীবনের দিক থেকে এই মাসটি শুভ প্রমাণিত হবে। 

কন্যা রাশির জাতকরা  প্রতিটি কাজেই  ভাগ্যের সহায়তা পাবেন।  পারিবারিক জীবন অনুকূল থাকবে। প্রেম ও দাম্পত্য জীবনে ভালো ফল পাওয়া যাবে। 

এরকম আরও
স্টোরি চাই?

Read More
September 2022 Horoscope: এবার সেপ্টেম্বরে রাশি পরিবর্তন করতে চলেছে ৩টি গ্রহ। ১৭ সেপ্টেম্বর সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গোচর করবে এবং বুধ ১০ সেপ্টেম্বর বক্রী চাল চলতে শুরু করবে। এরপর ২৪ সেপ্টেম্বর শুক্র কন্যা রাশিতে যাচ্ছে। তার আগে ১৫ সেপ্টেম্বর শুক্র সিংহ রাশিতে অস্তমিত হবে। এই ৩টি গ্রহের অবস্থান পরিবর্তনের কারণে কিছু রাশির জাতক জাতিকারা কর্মজীবন, ব্যবসা এবং অর্থের দিক থেকে বিশেষ সুবিধা পেতে চলেছেন। এই রাশির জাতকদের ব্যক্তিগত জীবনেও অনেক ভালো পরিবর্তন ঘটতে পারে। আসুন জেনে নিই কোন রাশিগুলোর জীবন বদলে যাবে সেপ্টেম্বরে।