খোকা ইলিশ রক্ষা ও ইলিশ প্রজননের জন্য ফের ইলিশ ধরা নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার।
টানা দুমাস মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
তবে নিষেধাজ্ঞা না থাকায় মুন্সিগঞ্জের পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ।
এখানে এক সপ্তাহে ইলিশের আহরণ তিন গুণ বেড়েছে। বাজারে যোগান বাড়ার ফলে দামও কমেছে।
বাংলাদেশের বাজারগুলো ভরে উঠছে সেই রূপালি ইলিশে।
সরবরাহ বেশি থাকায় গত সপ্তাহের চেয়ে ইলিশের দাম তুলনামূলক দুশো থেকে আড়ইশো টাকা কমেছে
তবে পদ্মার এই ইলিশ পশ্চিমবঙ্গবাসী পাবেন কিনা তার উত্তর এখনও অজানা।
২০১২ সাল থেকে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে।
ফলে আগের মতো আর পদ্মার ইলিশ পাওয়া যায় না কলকাতায়।
তবে গত তিন বছর হল বাংলাদেশ সরকার পুজোর আগে ইলিশ রফতানির অনুমতি দেয়।
এরকম আরও স্টোরি চাই?
Read More
খোকা ইলিশ রক্ষা ও ইলিশ প্রজননের জন্য ফের ইলিশ ধরা নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। টানা দুমাস মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে নিষেধাজ্ঞা না থাকায় মুন্সিগঞ্জের পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ।এখানে এক সপ্তাহে ইলিশের আহরণ তিন গুণ বেড়েছে। বাজারে যোগান বাড়ার ফলে দামও কমেছে।