BY: Aajtak Bangla 

ইলিশ মাছে রয়েছে দারুণ পুষ্টিগুণ! জানতেন? 

29 JUNE 2022

ইলিশের নাম শুনলে জিভে জল আসে না এমন বাঙালি বোধ হয় খুব কমই আছে। 

শুধু স্বাদ বা গন্ধে রাজকীয়তা না, এই মাছের রয়েছে নানা পুষ্টিগুণ। 

ইলিশে রয়েছে ভিটামিন এ এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। যা চোখ ভাল রাখতে সাহায্য করে। 

ইলিশে থাকা এই ওমেগা থ্রি ফ্যাট, ত্বক ভাল রাখতেও সাহায্য করে। 

এই মাছে বর্তমান ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হার্ট সুস্থ রাখতে কার্যকরী। 

ইলিশে রয়েছে আয়োডিন, সেলেনিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম,  জিঙ্ক, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়ামের মতো একাধিক খনিজ উপাদান।

যারা নিয়মিত ইলিশ মাছ খান, তাদের ফুসফুস অনেক বেশি শক্তিশালী হয়। 

 ইলিশ মাছে ইপিএ ও ডিএইচএ নামক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে, ফলে এই মাছ খেলে শরীরে রক্ত সঞ্চালন ভাল হয়।

ইলিশে ভিটামিন এ, ডি এবং ই আছে। প্রাপ্ত বয়স্ক ছাড়াও এই মাছ শিশুদের জন্যেও উপকারী। 

ইলিশে মজুত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, অবসাদের মোকাবিলা করতে পারে।

এরকম আরও
স্টোরি চাই?

Read More
বর্ষা মানেই বৃষ্টি, খিচুড়ি ছাড়াও আরও একটা জিনিসের কথা মাথায় আসে, তা হল ইলিশ। রুপোলী ফসল পছন্দ করে না কিংবা ইলিশের নাম শুনলে জিভে জল আসে না এমন বাঙালি বোধ হয় খুব কমই আছে। ইলিশের রয়েছে নানা পুষ্টিগুণ। দেখে নিন এক নজরে।