BY: Aajtak Bangla 

বাড়ি থেকে সরান এই ৫ জিনিস, নাহলেই দুর্ভাগ্য নামবে 

27 June 2022

বাস্তু মতে ঘরে রাখা কিছু জিনিস মানুষের দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়। এগুলি ঘরে রাখা উচিত নয়।

মহাভারতের ছবি: ঘরে কোথাও মহাভারতের ছবি রাখা উচিত নয়। এতে বাড়িতে মারামারি, বিতর্ক ও উত্তেজনার পরিবেশ বিরাজ করে।

তাজমহল: তাজমহলের ছবি কখনই ঘরে রাখা উচিত নয়। এটিকে বাস্তু মতে অশুভ মনে করা হয়।

তাজমহল হল বেগম মমতাজের সমাধি। ঘরে সমাধির ছবি বা পেইন্টিং রাখলে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে।

জটযুক্ত তার: ঘরে তার কখনওই পেঁচানো বা জট পাকানো অবস্থায় ফেলে রাখা উচিত নয়। ল্যাপটপ বা ফোনের চার্জারের তারেও যেন জট না থাকে।

এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির ইতিবাচক শক্তিও এই তারে জড়িয়ে যায়।

শুকিয়ে যাওয়া ফুল: শুকিয়ে যাওয়া ফুল কখনই ঘরে রাখা উচিত নয়। মরা ফুল অশুভের প্রতীক।

কলের জল: ঘরের কল থেকে ফোঁটা ফোঁটা জল মানুষের সর্বনাশের লক্ষণ।

রান্নাঘর বা বাথরুমের ট্যাপ থেকে জল বের হলে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করুন।

জল জমে থাকা: রান্নাঘর, বাথরুম বা বাড়ির উঠোনে জল জমে থাকা খুবই অশুভ। এটি অর্থনৈতিক সমৃদ্ধির বাধার লক্ষণ।

এরকম আরও
স্টোরি চাই?

Read More
Vastu Tips for Home: বাস্তু মতে ঘরে রাখা কিছু জিনিস মানুষের দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়। এগুলি ঘরে রাখা উচিত নয়। ঘরে কোথাও মহাভারতের ছবি রাখা উচিত নয়। এতে বাড়িতে মারামারি, বিতর্ক ও উত্তেজনার পরিবেশ বিরাজ করে।