অপরিষ্কার বাসন পুনরায় চকচকে করতে, ইনো, পেয়াজের রস, লেবু ও ভিনিগারের মিশ্রণও কাজে লাগাতে পারেন আপনি।
এছাড়া পাত্রে টমেটোর রস আর জল দিয়ে মিশিয়ে গরম করুন, তারপর সহজেই ঘষে ঘষে পোড়ার দাগ তুলে দিতে পারবেন।
পুড়ে যাওয়া কড়াইয়ে এক চামচ বেকিং সোডা দিন। তারপর দু'চামচ লেবুর রস এবং দু'কাপ গরম জল দিয়ে দিন।
এই উপায়গুলিতে একেবারে পরিষ্কার হয়ে যাবে আপনার কড়াই।
এরকম আরও স্টোরি চাই?
Read More
রোজকার বাসন নিয়মিত পরিষ্কার না করে জমিয়ে রাখলে, সেই ময়লা তুলতে আরও বেশি সমস্যা হয়। ফ্রাইং প্যানে রান্নার ক্ষেত্রে এই সমস্যা অনেক বেশি বেড়ে যায়। কড়াই বা বাসনে জমে থাকা ময়লা, বাড়ির হেঁশেলে উপস্থিতি কিছু জিনিস দিয়ে, সহজেই পরিষ্কার করা সম্ভব।