BY: Aajtak Bangla 



বাড়ির কোন জায়গায় লাফিং বুদ্ধ রাখা উচিত নয়?

31 JANUARY 2023



অনেকের বাড়িতেই লাফিং বুদ্ধের মূর্তি রাখা হয়।



 বৃহস্পতিবার নেওয়া কিছু বিশেষ ব্যবস্থা জীবনের সমস্ত সমস্যা দূর করতে পারে। 



এই মূর্তি যদি বাড়ির সঠিক দিকে না রাখা হয়, তা হলে নানা সমস্যার সৃষ্টি হয়। 

সঠিক দিকে এই মূর্তি রাখা হলে, পরিবারে কোনও রকম দুঃখ কষ্ট আসে না। মনের ইচ্ছা পূরণ হয় এবং বহু সমস্যা থেকে মুক্তি মেলে। 

তবে এই মূর্তি বাড়ির কোথায় রাখলে সঠিক উপকার পাওয়া যায় তা জেনে নেওয়া প্রয়োজন। 

ঘরের এক একটি কোণে লাফিং বুদ্ধ রাখার এক একটা ফল পাওয়া যায়।

বাড়ির পূর্ব দিকে এই মূর্তি রাখলে সুখ শান্তি বজায় থাকে এবং পরিবারের একে অপরের সঙ্গে সদ্ভাব থাকে।

 বাড়ির সদর দরজার দিকে মুখ করে অর্থাৎ লিভিং রুমে এই মূর্তি রাখা যেতে পারে। এর ফলে বাড়িতে কোনও নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। 

পড়াশোনার ঘরে এই মূর্তি রাখা যেতে পারে। এর ফলে পড়াশোনায় এনার্জি অনেক বেড়ে যায়। 

Diabetes

অফিসে এই মূর্তি রাখলে কাজ ভাল হয়। আর্থিক উন্নতি খুব ভাল হয় এবং কাজে সাফল্য আসে।


বাড়ির বাগানে যদি এই মূর্তি স্থাপন করা যায়, তা হলে নানা রকম চিন্তা ভাবনা থেকে মুক্তি পাওয়া যায়। 


ঠাকুর ঘরে এই মূর্তি রাখলে ভীষণ উপকার পাওয়া যায়। এটি বাড়িতে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি নিয়ে আসে। 

যাঁরা অনেক দিন চাকরি পাচ্ছেন না, তাঁরা ঘরের দক্ষিণ-পূর্ব কোণে এই বুদ্ধ মূর্তি রাখতে পারেন।

বাস্তু অনুসারে, লাফিং বুদ্ধ কখনই রান্নাঘরে, খাবারের জায়গা, শোবার ঘর বা টয়লেট-বাথরুমের কাছে রাখা উচিত নয়।

 এই মূর্তি যেন মাটিতে না রাখা হয় এবং অবশ্যই মাটি থেকে আড়াই ফুট ওপরে রাখতে হবে। এর জন্য একটি টেবিল ব্যবহার করুন।

এরকম আরও
স্টোরি চাই?

এরকম আরও
স্টোরি চাই?

Read More
অনেকের বাড়িতেই লাফিং বুদ্ধের মূর্তি রাখা হয়। এই মূর্তি যদি বাড়ির সঠিক দিকে না রাখা হয়, তা হলে নানা সমস্যার সৃষ্টি হয়। , সঠিক দিকে এই মূর্তি রাখা হলে, পরিবারে কোনও রকম দুঃখ কষ্ট আসে না। মনের ইচ্ছা পূরণ হয় এবং বহু সমস্যা থেকে মুক্তি মেলে। তবে এই মূর্তি বাড়ির কোথায় রাখলে সঠিক উপকার পাওয়া যায় তা জেনে নেওয়া প্রয়োজন।