BY: Aajtak Bangla 



'গঙ্গা বিলাস' ভ্রমণের খরচ কত?

 5 JANUARY 2023



১৩ জানুয়ারি বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ ‘গঙ্গা বিলাস’এর আনুষ্ঠানিক উদ্বোধন।



 বৃহস্পতিবার নেওয়া কিছু বিশেষ ব্যবস্থা জীবনের সমস্ত সমস্যা দূর করতে পারে। 



আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বারাণসী থেকে কলকাতা ও ঢাকা হয়ে এগোবে এই তরী।  অসমের ডিব্রুগড়ে যাত্রা শেষ করবে।

 ৩,২০০ কিলোমিটার এই পথ পাড়ি দিতে ‘গঙ্গা বিলাস’এর সময় লাগবে প্রায় ৫০দিন।

ভারত ও বাংলাদেশের ২৭টি নদী দিয়ে যাবে ওই বিলাসবহুল জলযান। 

পথে পড়বে বিভিন্ন ঐতিহাসিক স্থান। পড়বে সুন্দরবনও কাজিরাঙার মতো বনভূমি। 

এ সবই দেখতে দেখতে চলবেন জলযানে সওয়ার হওয়া মানুষ। এটাই হবে বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদী-বিহার।

এ সবই দেখতে দেখতে চলবেন জলযানে সওয়ার হওয়া মানুষ। এটাই হবে বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদী-বিহার।

এই জলযানে মোট ৮০ জন ভ্রমণ করতে পারবেন। ১৮টি বিলাসবহুল স্যুইট আছে। 

তাই বেশি পরিমাণে রসুন খাওয়া এড়িয়ে চলা উচিত। 

Diabetes

ডেক-এ প্রাকৃতিক দৃশ্য দেখার বিশেষ ব্যবস্থা থাকবে।   প্রতিদিন সন্ধ্যাবেলা থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

স্পা, জিম, ম্যাসাজ রুম থেকে শুরু করে অনেক সুযোগসুবিধা থাকবে এই প্রমোদতরীতে। 

বারাণসী থেকে গঙ্গা আরতি দেখার পর চলতে শুরু করবে প্রমোদতরী। 

গাজিপুর, রামনগর, বক্সার হয়ে অষ্টম দিনে পৌঁছবে পাটনায়। 

অতিরিক্ত কাঁচা রসুন খেলে মাথা ঘুরতে  পারে । 

সেখানেই তারা থার্টিফার্স্ট নাইট ও নববর্ষ উদযাপন করেছেন।

সন্তান পৃথিবীতে আসার পরও কয়েক মাস ভালো ছিলেন। 

ফারাক্কা ও মুর্শিদাবাদ হয়ে সুন্দরবন ঘুরে ২০ তম দিনে পৌঁছবে কলকাতা।

১২ দিন এই তরী থাকবে বাংলায়। মুর্শিদাবাদ, মায়াপুর, কালনা, ব্যান্ডেল, চন্দননগর ও কলকাতার মতো শহরগুলিও দেখান হবে।


ভারতের পাশাপাশি বাংলাদেশে  ১,১০০  কিলোমিটার নদীপথ পাড়ি দেবে এই প্রমোদতরী। 


সূত্র জানাচ্ছে,  এই ভ্রমণের  জন্য ১২ হাজার ২৮০ ডলার থেকে প্যাকেজ শুরু হচ্ছে। ভারতীয় মুদ্রায় ১০ লাখ ১৫ হাজার ৩১০ টাকা।


স্যুইট নিলে তার জন্য অনেক বেশি অর্থ লাগবে। দুজন মিলে থাকলে জনপ্রতি ৩২ হাজার ১৮০ ডলার। টাকার হিসাবে ২৬ লাখ ৬০ হাজার ৬৪২ টাকার মতো। 


একা একটি স্যুইটে থাকলে ৫৪ হাজার ৬৫৫ ডলার বা ৪৫ লাখ ১৮ হাজার ৮৭৫ টাকা দিতে হবে।

এরকম আরও
স্টোরি চাই?

এরকম আরও
স্টোরি চাই?

Read More
River Tourism In India: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী জানুয়ারি উত্তর প্রদেশের বারাণসী থেকে বাংলাদেশ হয়ে অসমের ডিব্রুগড় পর্যন্ত বিশ্বের দীর্ঘতম বিলাসবহুল নদী ক্রুজ 'গঙ্গা বিলাস' উদ্বোধন করতে চলেছেন। বিদেশি পর্যটকদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে এই বিলাসবহুল ক্রুজ। ক্রুজটি ভারত ও বাংলাদেশের নদী পেরিয়ে ৫০ দিনে ৩,২০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে।