13 September 2021
সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ মাদালসা। শর্মা
মাদালসা মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোর স্ত্রী।
তাঁর রিলস থেকে ফটোশুট খুবই পছন্দ করেন অনুরাগীরা।
মাদালসার মনোকিনিতে পোস্ট করা ছবিটা নেটদুনিয়া কাঁপাচ্ছে।
নীল নেটের জামাতেও তাঁকে দারুণ মানিয়েছে।
সম্প্রতি মাদালসা জনপ্রিয় টেলিভিশন শো 'অনুপমা' তে অভিনয় করছেন।
কাব্যয়ার চরিত্রে তাঁর অভিনয় বেশ নজর কাড়ছে।
এটিই তাঁর প্রথম টেলিভিশিন সিরিয়াল। এতেই বাজিমাত করছেন তিনি।