BY: Aajtak Bangla 

শীতের রূপচর্চায় ঘি দারুণ উপকারী 

BY: Aajtak Bangla

20 January 2022


ভারতীয় উপমহাদেশে উদ্ভূত হওয়া পরিশোধিত মাখন হল ঘি।

খাবারের স্বাদ- গন্ধ বৃদ্ধিতে রান্নায় ঘি বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। 

স্বাদ ছাড়াও ঘি-এর অনেক উপকারিতা রয়েছে। রূপচর্চাতেও ঘি জাদুকরী। 

 শীতে ঘি ব্যবহার করে আপনি ত্বকের অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। 

শুষ্ক ত্বক থেকে আরাম পেতে কয়েক ফোঁটা ঘি দিয়ে ত্বকে কয়েক মিনিট ম্যাসাজ করুন। 

আপনার ত্বককে দীর্ঘ সময়ের জন্য তরুণ রাখতেও সাহায্য করে ঘি।

১-২ ফোঁটা ঘি দিয়ে চোখের চারপাশে ম্যাসাজ করুন। ডার্ক সার্কেল কমবে।

ঠোঁটে ঘি লাগালে, গোলাপি হওয়ার পাশাপাশি নরম থাকে।

 নরম ও কোমল ত্বকের জন্য ময়েশ্চারাইজারের বদলে ঘি লাগান। 

এরকম আরও
স্টোরি চাই?

Read More
ভারতীয় উপমহাদেশে উদ্ভূত হওয়া পরিশোধিত মাখন হল ঘি । খাবারের স্বাদ- গন্ধ বৃদ্ধিতে রান্নায় ঘি বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। রান্নায় স্বাদ বাড়াতে ঘি-এর তুলনা নেই। স্বাদ ছাড়াও ঘি-এর অনেক উপকারিতা রয়েছে। প্রাচীনকাল থেকে ঘি নানা কাজে ব্যবহৃত হয়ে আসছে। আয়ুর্বেদে ঘিকে সুপারফুডের তকমা দেওয়া হয়। তবে অনেকের অজানা রূপচর্চাতেও ঘি-এর জাদুকরী গুণ রয়েছে।