BY: Aajtak Bangla 17 October 2022BY: Aajtak Bangla
১৩ নভেম্বর পর্যন্ত সৌভাগ্য ঘিরে থাকবে এই ৫ রাশিকে
গ্রহের সেনাপতি মঙ্গল মিথুন রাশিতে গমন করেছে। আজ সকাল ৭টা মি৪৯ মিনিটে মিথুনে প্রবেশ করেছে মঙ্গল।
অজস্র পুষ্টিগুণে ভরপুর হলেও এর পার্শ্বপ্রতিক্রিয়াও আছে।
আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এই রাশিতেই থাকবে।
মঙ্গলের এই রাশি পরিবর্তন কিছু রাশির জাতক জাতিকে প্রভাবিত করবে।
মেষ রাশি- মঙ্গল বছর আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মক্ষেত্রে কাজের প্রতি আপনার শক্তি এবং একাগ্রতা দেখে প্রশংসা পাবেন।
সিংহ রাশি - মঙ্গল গ্রহের এই যাত্রা অনুকূল ফল দেবে। এই সময়টা অপূর্ণ ইচ্ছা পূরণের সময় এসেছে। যে কাজগুলি আপনি অনেক দিন ধরে সম্পন্ন করার কথা ভাবছিলেন, সেগুলি এখনই সম্পন্ন হবে।
কন্যা রাশি - মঙ্গলের এই পরিবর্তনের কারণে আপনার কর্মজীবনে অনেক শুভ যোগ তৈরি হবে। আর্থিক জীবনে প্রচুর সম্পদ লাভ হবে। এই সময়ে আপনি যানবাহন এবং সম্পত্তি কেনার পরিকল্পনা করতে পারেন।
মকর রাশি- মঙ্গলের এই ট্রানজিট থেকে ভালো ফল পাবেন। কাজের ক্ষেত্রে বড় অর্জন পাবেন। শিক্ষাক্ষেত্রে আপনার কর্মক্ষমতা প্রশংসনীয় হবে।
মীন রাশি- আপনার জীবনে আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পাবে। যেকোনও স্থাবর, অস্থাবর সম্পত্তি বা সম্পত্তি থেকে অতিরিক্ত অর্থ উপার্জন করবেন। ব্যবসায়ীরাও তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা পাবেন।
এরকম আরও স্টোরি চাই?
Read More
Mangal Rashi Parivartan Zodiac: গ্রহের সেনাপতি মঙ্গল মিথুন রাশিতে গমন করেছে। আজ সকাল ৭টা মি৪৯ মিনিটে মিথুনে প্রবেশ করেছে মঙ্গল। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এই রাশিতেই থাকবে। মঙ্গলের এই রাশি পরিবর্তন কিছু রাশির জাতক জাতিকে প্রভাবিত করবে।