BY: Aajtak Bangla  08 August 2022 BY: Aajtak Bangla 

মঙ্গলের রাশি পরিবর্তন, ১০ অগাস্ট ভাগ্য বদল এঁদের

রাশি পরিবর্তন করতে চলেছে মঙ্গল। আগামী বুধবার, ১০ অগাস্ট বৃষ রাশিতে যাচ্ছে মঙ্গল।

অজস্র পুষ্টিগুণে ভরপুর হলেও এর পার্শ্বপ্রতিক্রিয়াও আছে।

মঙ্গলের এই গোচর কিছু রাশির জন্য বরদানের সমান। সৌভাগ্য নেমে আসবে এই রাশিগুলির। মঙ্গলের কৃপা তাদের জন্য খুবই শুভ।

কিছু রাশির জীবনে নতুন পথ খুলবে। অর্থ লাভের যোগ রয়েছে কিছু  রাশিতে। 

বৃষ রাশি- মঙ্গলের গোচরে বৃষ রাশির জাতকদের ভাগ্য খুলবে। পুরনো ঝগড়া, অশান্তি থেকে মুক্তি মিলবে, আত্মবিশ্বাস বাড়বে। 

কর্কট রাশি- এ সময় কর্কট রাশির চাকরিতে সাফল্য রয়েছে। নতুন চাকরিতে ভালো সুযোগ। উপার্জনের রাস্তা বেরোবে। 

সিংহ রাশি- ফেলে রাখা কাজ করে ফেলুন, এ সময় পূর্ণ হবে। বিদেশে ভ্রমণ হতে পারে। গাড়ি, বাড়ি সবকিছু এসময় কেনার সুবর্ণ সুযোগ। অর্থলাভ হবে।

ধনু রাশি- আর ৪ দিন পর আয় বৃদ্ধি পাবে ধনু রাশির। কাজের জায়গায় বড় কোনও উন্নতির যোগ। 

কুম্ভ রাশি- মঙ্গলের বৃষ রাশিতে গোচরে কুম্ভ রাশির জাতকরা যেকোনও সুখবর পেতে পারেন। সম্পর্ক মধুর হবে, গভীরতা বাড়বে।

এরকম আরও
স্টোরি চাই?

Read More
Mars Transit: রাশি পরিবর্তন করতে চলেছে মঙ্গল। আগামী বুধবার, ১০ অগাস্ট বৃষ রাশিতে যাচ্ছে মঙ্গল। মঙ্গলের এই গোচর কিছু রাশির জন্য বরদানের সমান। সৌভাগ্য নেমে আসবে এই রাশিগুলির। মঙ্গলের কৃপা তাদের জন্য খুবই শুভ।