পিরিয়ডে ন্যাপকিন, ট্যাম্পনের জায়গায় নিচ্ছে মেনস্ট্রুয়াল কাপ! 

BY: Aajtak Bangla 

16 November 2021

পিরিয়ড সব মহিলাদের জন্যই খুব অস্বস্তিকর এবং কষ্টকর একটা ঘটনা। নানাবিধ সমস্যায় ভুগতে হয় মাসের এই কয়েকদিন। 

 স্যানিটারি ন্যাপকিন, ট্যাম্পনের পাশাপাশি আরও সুবিধাজনক মেনস্ট্রুয়াল কাপ বর্তমানে বাজারে এসেছে। 

স্যানিটারি ন্যাপকিন, ট্যাম্পনের তুলনায় মেনস্ট্রুয়াল কাপ অনেক বেশি পরিবেশবান্ধব। 

মেনস্ট্রুয়াল কাপ মূলত সিলিকন, প্রাকৃতিক ল্যাটেক্স কিংবা রাবার দিয়ে তৈরি হয়। ফলস্বরূপ এটি একেবারেই বায়োডিগ্রেডেবল। 

এটি সাকশন প্রক্রিয়ার মাধ্যমে ভ্যাজাইনাতে আটকে নিতে হয়। এর সরু মুখ সহজেই টেনে বের করা সম্ভব প্রয়োজনে।

সঠিকভাবে ব্যবহার করলে এবং পরিষ্কার রাখলে, একটি মেনস্ট্রুয়াল কাপ বেশ কয়েক বছর পর্যন্ত ব্যবহার করা যায়। 

পিরিয়ড শেষ হওয়ার পর, এটি সযত্নে পরিচ্ছন্ন জায়গায় রাখতে হয়। না হলে ভ্যাজাইনাতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। 

একটি মেনস্ট্রুয়াল কাপের দাম প্রায় ২০০ টাকা থেকে শুরু করে ৩,০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে ৫০০ টাকার মধ্যেই যথেষ্ট ভাল মেনস্ট্রুয়াল কাপ পাওয়া যায়। 

পিরিয়ড সব মহিলাদের জন্যই খুব অস্বস্তিকর এবং কষ্টকর একটা ঘটনা। নানাবিধ সমস্যায় ভুগতে হয় মাসের এই কয়েকদিন। যত দিন যাচ্ছে এই সমস্যা থেকে কিছুটা মুক্তি মিলছে। স্যানিটারি ন্যাপকিন, ট্যাম্পনের পাশাপাশি আরও সুবিধাজনক মেনস্ট্রুয়াল কাপ বর্তমানে বাজারে এসেছে।