ঘাম বন্ধ করতে ইঞ্জেকশন মিয়া খলিফার

Pics- Instagram
BY: Aajtak Bangla   

9 November 2021

ঘাম বন্ধ করতে বগলে ইঞ্জেকশন নিলেন প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফা

প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফা তার স্পষ্টভাষার জন্য পরিচিত

সম্প্রতি বগল নিয়ে করা বোটক্স চিকিৎসার কথা জানালেন মিয়া

তিনি গত ৫ বছর ধরে অতিরিক্ত ঘামের সমস্যার ভুগছিলেন

এই প্রক্রিয়ার সাহায্যে তাঁর অতিরিক্ত ঘাম সম্পূর্ণভাবে কমে যাবে

মিয়া বছরে ২-৩ বার এই চিকিৎসা নিচ্ছেন। মিয়া জানিয়েছেন, বোটক্স চিকিৎসা তাঁকে পুরো বদলে দিয়েছে

এই চিকিৎসার ছবি ও ভিডিও ইন্সটা স্টোরিতে শেয়ার করেছেন মিয়া

মিয়া বগলের জন্য বোটক্স ট্রিটমেন্ট নেওয়ার কারণ শেয়ার করে বলেন যে তিনি প্রচুর ঘামছেন। তিনি গত ৫ বছর ধরে হাইপারহাইড্রোসিসের (অতিরিক্ত ঘাম) সমস্যার মুখোমুখি ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে উদ্বেগের মাত্রা বেড়ে গেলে পারফিউম এবং ডিওডোরেন্ট প্রয়োগেও কোনও পার্থক্য নেই। অতিরিক্ত ঘামের সমস্যা থেকে মুক্তি পেতে তাকে নিতে হয়েছে বোটক্স চিকিৎসা।