9 November 2021
ঘাম বন্ধ করতে বগলে ইঞ্জেকশন নিলেন প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফা
প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফা তার স্পষ্টভাষার জন্য পরিচিত
সম্প্রতি বগল নিয়ে করা বোটক্স চিকিৎসার কথা জানালেন মিয়া
তিনি গত ৫ বছর ধরে অতিরিক্ত ঘামের সমস্যার ভুগছিলেন
এই প্রক্রিয়ার সাহায্যে তাঁর অতিরিক্ত ঘাম সম্পূর্ণভাবে কমে যাবে
মিয়া বছরে ২-৩ বার এই চিকিৎসা নিচ্ছেন। মিয়া জানিয়েছেন, বোটক্স চিকিৎসা তাঁকে পুরো বদলে দিয়েছে
এই চিকিৎসার ছবি ও ভিডিও ইন্সটা স্টোরিতে শেয়ার করেছেন মিয়া