টলিউডের সেলিব্রিটি নায়িকা মিমি চক্রবর্তী বহু পুরুষের হার্টথ্রব।
তাঁর মেকআপ, লুক সবসময়ই চর্চায় রয়েছে।
নিজের এই সৌন্দর্যের রহস্য এবার ফাঁস করলেন স্বয়ং নায়িকা।
চরম ব্যস্ততার মধ্যেও তিনি পরিমিত জল খেতে কখনই ভোলেন না।
ফিট থাকতে চাইলে, সুন্দর ত্বক পেতে চাইলে মিমির একটাই বার্তা- "জল খান, হাইড্রেটেড থাকুন।"
মিমি বলছেন, সৌন্দর্যের জন্য প্রচুর জল খেতে হবে।
নিজের প্রিয় রং ও ফুলও ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নায়িকা।
মিমি মনে করেন ত্বক হল অন্তরের প্রতিচ্ছবি।