BY: Aajtak Bangla 

মিস ইউনিভার্সের লড়াইয়ে ভারতের 'সোনার পাখি'

13 January 2023

দিভিতা রাই ৭১তম মিস ইউনিভার্স ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করছেন।

মিস ইউনিভার্সের মঞ্চে দিভিতাকে 'সোনার পাখি'র সাজে দেখা যায়।

দিভিতার এই পোশাকটি ডিজাইন করেছেন ডিজাইনার অভিষেক শর্মা।

মিস ইউনিভার্স এই প্রতিযোগিতা ১৪ জানুয়ারি ২০২৩-এ অনুষ্ঠিত হবে। সারা বিশ্ব থেকে ৮০টিরও বেশি বিউটি পেজেন্টরা অংশগ্রহণ করবেন।

প্রাক্তন মিস ইউনিভার্স হারনাজ সান্ধু এই প্রতিযোগিতার জয়ের মুকুট পরাবেন।

ভারতীয় সময় অনুযায়ী ১৫ জানুয়ারি সকাল সাড়ে ৬টায় এই অনুষ্ঠান হবে।

দিভিতা পেশায় একজন আর্কিটেক্ট এবং মডেল। দিভিতার জন্ম কর্ণাটকে।

দিভিতা আঁকা, ব্যাডমিন্টন, বাস্কেটবল এবং গান শুনতে পছন্দ করেন।

এরকম আরও
স্টোরি চাই?

এরকম আরও
স্টোরি চাই?

Read More
Miss Universe 2023: দিভিতা রাই ৭১তম মিস ইউনিভার্স ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করছেন। মিস ইউনিভার্সের মঞ্চে দিভিতাকে 'সোনার পাখি'র সাজে দেখা যায়। দিভিতার এই পোশাকটি ডিজাইন করেছেন ডিজাইনার অভিষেক শর্মা। মিস ইউনিভার্স এই প্রতিযোগিতা ১৪ জানুয়ারি ২০২৩-এ অনুষ্ঠিত হবে।