নতুন বছর থেকে অনেক প্রত্যাশা থাকে সকলের। নববর্ষ আনন্দ কাটাতে, মেনে চলতে পারেন এই বাস্তু নিয়মগুলি।
২০২৩ সালের আগমনের আগেই বাড়িতে আনুন এই জিনিসগুলি। নেগেটিভিটি দূর হয়ে,পরিবারে সুখ -সমৃদ্ধি বজায় থাকবে।
ময়ূরের পালক খুব শুভ। এটি ভাগ্যের পথে সমস্ত বাধা দূর করে। তবে কেবল ১ থেকে ৩ টি ময়ূরের পালক ঘরে রাখতে হয়।
লাফিং বুদ্ধ বাড়িতে আনতে পারেন। এটি সর্বদা উত্তর-পূর্ব দিকে রাখুন। এর ফলে কখনও অর্থের অভাব হয় না।
গোমতী চক্র গৃহে থাকলে, পরিবারের উপর কোনও প্রকার শত্রুর বাধা থাকে না।
নতুন বছর শুরুর আগেই বাড়ির জন্যে কিনে ফেলুন রূপোলী হাতি। রাহু ও কেতুর অশুভ প্রভাবের অবসান হয়।
বাড়িতে যে কোনও ধরনের ইনডোর প্ল্যান্ট রোপণ করা শুভ। তুলসী গাছ বা মানি প্ল্যান্টও আনতে পারেন।
বাড়িতে একটি ধাতব কচ্ছপ নিয়ে আসুন। রুপো, পিতল বা ব্রোঞ্জ ধাতুর তৈরি কচ্ছপ শুভ হয়।
ঘরে স্বস্তিক চিহ্নের ছবি রাখলে সব ইচ্ছা পূরণ হয়। পরিবার, সম্পদ, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার অন্ত হয় স্বস্তিকে।
এরকম আরও স্টোরি চাই?
Read More
নতুন বছর শুরু হতে আর হাতে গোনা দিন বাকি। নতুন বছর থেকে অনেক প্রত্যাশা থাকে সকলের। পুরনো না-পাওয়া, খারাপ সময়টা কাটিয়ে শুভ সময় আগমনের প্রার্থনা করেন বেশীরভাগ মানুষ। বিগত বছরের সব সমস্যা পিছনে ফেলে, নববর্ষ আনন্দ কাটাতে মেনে চলতে পারেন এই বাস্তু নিয়মগুলি। ২০২৩ সালের আগমনের আগেই বাড়িতে আনুন এই জিনিসগুলি। নেগেটিভিটি দূর হয়ে, আপনার পরিবারে সুখ -শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে।