11 November 2021
হস্তরেখায় তিলের বিশেষ গুরুত্ব রয়েছে। হাতের তালুতে তিল থাকলে আর্থিক দিক দিয়ে উন্নতি হয়।
মুঠো বন্ধ করার পর যদি তালুর তিল দেখা না যায়, তাহলে তা শুভ বলে মনে করা হয়।
যে ব্যক্তির হাতের তালুতে বুড়ো আঙুলের নীচে তিল থাকে, তিনি জীবনে অসামান্য সাফল্য পান।
আবার, বুড়ো আঙুলে তিল থাকলে সেই ব্যক্তি কঠোর পরিশ্রম করেও ভালো ফল পান না।
হাতের মধ্যমায় তিল শুভ বলে মনে করা হয়। যার মধ্যমা আঙুলে তিল থাকে, সে সুখ ও সমৃদ্ধি লাভ করে।
অন্যদিকে যাদের হাতের তালুতে চাঁদ অংশের ওপরে তিল থাকে তাদের মন অস্থির থাকে। এই ধরনের ব্যক্তিদের বিবাহ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয়।
যাদের হাতের কনিষ্ঠা আঙুলে তিল রয়েছে তাদের জীবনে কখনওই অর্থের অভাব হয় না বরং উত্থান-পতন আসতেই থাকে।
তালুতে শুক্র গ্রহে তিল থাকলে তা অনেক রোগের লক্ষণ। এ ছাড়া হার্ট লাইনে তিল হৃদরোগের সমস্যা নির্দেশ করে।
তিল ভালো, খারাপ ২টো কারণই হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে অর্থলাভই হয়।