BY: Aajtak Bangla 



বাড়ির এই দিকে ভুলেও রাখবেন না ময়ূরের পালক

8 JANUARY 2023



জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে ময়ূরের পালকের অনেক উপকারী গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। 



 বৃহস্পতিবার নেওয়া কিছু বিশেষ ব্যবস্থা জীবনের সমস্ত সমস্যা দূর করতে পারে। 



বাস্তুশাস্ত্রে এটাও বলা হয়েছে যে ঘরে ময়ূরের পালক কোন দিকে রাখতে হবে। 

মন্দিরে দেবতাদের বাতাস দেওয়ার জন্য ময়ূরের পালক ব্যবহার করা হয়।

মন্দিরে দেবতাদের বাতাস দেওয়ার জন্য ময়ূরের পালক ব্যবহার করা হয়।

কৃষ্ণ মন্দিরে ময়ূরের পালক নিবেদন করলে সাফল্য আসবে বলে বিশ্বাস করা হয়।

বাস্তুশাস্ত্র অনুসারে , ময়ূরের পালক কখনই পুজোর ঘরে বা উপাসনালয়ে রাখা উচিত নয়। 

এতে  বাড়িতে ইতিবাচক শক্তি আসে না বলে বিশ্বাস করা হয়।

এতে  বাড়িতে ইতিবাচক শক্তি আসে না বলে বিশ্বাস করা হয়।

ময়ূরের পালক ভুল দিকে রাখলে ক্ষতি ও ঝামেলারও আশঙ্কা থাকে। 

ঘরে  ময়ূরের পালক দেবী সরস্বতীর কাছে  রাখলে জাতকের রাহুর মহাদশায় উপকার পাওয়া যায়। 

তাই বেশি পরিমাণে রসুন খাওয়া এড়িয়ে চলা উচিত। 

Diabetes

ময়ূরের পালক কখনই বাড়ির উত্তর-পূর্ব দিকে রাখা উচিত নয়। এতে অর্থনৈতিক ক্ষতি হতে পারে। নেতিবাচক শক্তিও আসতে শুরু করে। 

 ময়ূরের পালক সবসময় বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে রাখা উচিত।

সম্পদের স্থানে কখনোই ময়ূরের পালক রাখা উচিত নয়। 

মা সরস্বতীর ছবির সামনে ময়ূরের পালক রাখা শুভ।

অতিরিক্ত কাঁচা রসুন খেলে মাথা ঘুরতে  পারে । 

সেখানেই তারা থার্টিফার্স্ট নাইট ও নববর্ষ উদযাপন করেছেন।

সন্তান পৃথিবীতে আসার পরও কয়েক মাস ভালো ছিলেন। 

পড়ুয়ারা তাদের বইয়ে বা পড়ার টেবিলে ময়ূরের পালক রাখতে পারে। এতে পড়াশোনায় মনযোগ থাকে।

বসার ঘরের পূর্ব দেওয়ালে ময়ূরের পালক সাজিয়ে রাখলে ঘরে ইতিবাচকতা বজায় থাকে। 

শোবার ঘরেও ময়ূরের পালক রাখতে হবে। এতে দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকে। 

এরকম আরও
স্টোরি চাই?

এরকম আরও
স্টোরি চাই?

Read More
Peacock feather Vastu Tips: জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে ময়ূরের পালকের অনেক উপকারী গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। বাস্তুশাস্ত্রে এটাও বলা হয়েছে যে ঘরে ময়ূরের পালক কোন দিকে রাখতে হবে। ময়ূরের পালক ভুল দিকে রাখলে ক্ষতি ও ঝামেলারও আশঙ্কা থাকে। আসুন জেনে নেওয়া যাক বাড়ির কোন দিকে ময়ূরের পালক রাখলে উপকার হয় আর কোন দিকে রাখলে ক্ষতি হয় বলে মনে করা হয়।