26 DECEMBER 2021
দেব-দেবীরা ময়ূরের পালকের মধ্যে থাকেন বলে বিশ্বাস করা হয়।
এ ছাড়া নয়টি গ্রহও এতে বাস করে বলে ধারণা করা হয়। এটি ধর্মীয় কাজেও ব্যবহৃত হয়।
এমনটা বিশ্বাস করা হয় যে ময়ূরের পালক বাড়ির আর্থিক সমস্যা দূর করে।
বাস্তুশাস্ত্রে ময়ূরের পালককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বাড়ির সিন্দুকের সঙ্গে মূয়রের পালক দক্ষিণ-পূর্ব দিকে রাখুন। এতে আর্থিক সমস্যা মিটে যায়।
বাড়ির প্রধান গেটে গণেশের মূর্তির সঙ্গে ময়ূরের পালক রাখলে বাস্তু দোষ দূর হয়।
বাড়িতে কোনো ধরনের ঝামেলা হলে তা থেকে মুক্তি পেতে পুজোর ঘরে রাখা ধর্মীয় বইয়ের মধ্যে ময়ূরের পালক রাখুন।
ঘরে সুখ-সমৃদ্ধির জন্যও ময়ূরের পালক উপকারি। বাড়ির পুজোর স্থানে শ্রীকৃষ্ণের মূর্তির সাথে ময়ূরের পালক রাখুন।
এছাড়া ব্যবসায় ক্ষতি এড়াতে ময়ূরের পালক বাড়ি ও দোকানের পূর্ব দিকে রাখুন।